HardikAndEsha BollywoodBuzz
ক্লাউড টিভি ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের জনপ্রিয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও নৃত্যশিল্পী নাতাশা স্তানকোভিচের দাম্পত্য সম্পর্ক নিয়ে এক সময় জোর গুঞ্জন থাকলেও এখন তারা একে অপরের থেকে আলাদা। বিচ্ছেদ হয়েছে প্রায় বছরখানেক।এই বিচ্ছেদের পর থেকেই হার্দিকের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল বেড়েছে অনুরাগীদের মধ্যে। বিশেষ করে, হার্দিকের নতুন প্রেম নিয়ে উঠে এসেছে নতুন গুঞ্জন। আর সেই গুঞ্জনের কেন্দ্রে রয়েছেন বলিউড অভিনেত্রী এষা গুপ্তা (HardikAndEsha BollywoodBuzz)।
নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর হার্দিকের নতুন করে একটি সম্পর্ক তৈরি হয়েছে বলে নানা জল্পনা ছড়িয়েছে। সামাজিক মাধ্যমজুড়ে বেশ কিছু ‘ক্লু’ এবং সূত্রে নাম উঠে আসে অভিনেত্রী এষা গুপ্তার। অনেক অনুরাগীই দাবি করেন—হার্দিক এখন এষার সঙ্গেই সম্পর্কে রয়েছেন।
তবে অবশেষে এই গুঞ্জনের ব্যাখ্যা দিয়েছেন এষা নিজেই।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এষা গুপ্তা স্বীকার করেন যে হার্দিক পান্ডিয়ার সঙ্গে তার একসময় ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।
তিনি বলেন—
“আমরা কিছু সময়ের জন্য নিয়মিত কথা বলেছি। তবে আমি এটাকে কখনোই প্রেম বা ডেটিং বলব না। সম্পর্ক তৈরি হতে পারত, সম্ভাবনা ছিল, কিন্তু সেটা বাস্তবে রূপ নেয়নি।”
তিনি আরও জানান,
“সময় আর পরিস্থিতির কারণে ব্যাপারটা অনেক দূর এগোয়নি। তবে আমাদের মধ্যে কোনো রকম মনোমালিন্য বা তিক্ততা নেই।”
এই বক্তব্যে তিনি যেমন নিজের অবস্থান পরিষ্কার করেছেন, তেমনি গুঞ্জনের অনেকটাই অবসান ঘটিয়েছেন।
প্লেন থেকে নামার আগেই স্ত্রীর ‘চড়’! ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বিতর্কের কেন্দ্রে
৬৩,০০০ কোটি টাকার রাফালে মেরিন চুক্তি: ভারতের নৌসেনার আধুনিকীকরণে ঐতিহাসিক পদক্ষেপ
বর্তমানে এষা গুপ্তা সম্পর্কে রয়েছেন স্পেনের ব্যবসায়ী ম্যানুয়েল ক্যাম্পোস গুয়ালারের সঙ্গে। দু’জনকে একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠান, ফ্যাশন শো এবং বিশেষ করে ২০২৩ সালের IIFA Awards-এ একসঙ্গে দেখা গেছে।
স্পেনেই বসবাস করছেন এষা, এবং তাদের সম্পর্ক এখন বেশ স্থায়ী ও সুদৃঢ় বলেই মনে করছেন বলিপাড়া।
হার্দিক-এষা গুঞ্জনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সোশ্যাল মিডিয়া। দু’জনের ইনস্টাগ্রাম স্টোরি, কিছু ছায়াময় ছবি ও ঘনিষ্ঠ ফ্রেম—যেগুলোর মাধ্যমে নেটিজেনরা ‘ম্যাচ’ খুঁজে পেয়েছিলেন।
এইসব সূত্র ধরেই তৈরি হয় গুঞ্জন—হার্দিকের জীবনে এষাই নতুন সঙ্গী! তবে অভিনেত্রীর বক্তব্যে পরিষ্কার হয়েছে, সম্পর্কটা সম্ভাবনার জায়গা পর্যন্তই ছিল, বাস্তবতা হয়নি।
হার্দিক-নাতাশার বিচ্ছেদ নিয়ে বলিপাড়া থেকে ক্রিকেট মহল পর্যন্ত বিস্তর আলোচনা হয়েছে। কেউ বলছেন হার্দিক ছিলেন খুবই আত্মকেন্দ্রিক, যার কারণে সম্পর্ক টিকেনি। আবার অনেকে বলছেন, মানসিক দূরত্ব এবং সময়ের অভাবই বড় বাধা হয়ে দাঁড়ায়।
তবে কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে এই বিচ্ছেদ নিয়ে বিস্তারিত মন্তব্য করেননি।
আরও পড়ুন :
একাই ২১ দলের চেয়ে বেশি বেতন! এমএলএসে ফের শীর্ষে মেসি
আইসিসি টেস্ট র্যাঙ্কিং আপডেট: ক্যারিয়ারের সেরা অবস্থানে পন্ত ও ডাকেট, শীর্ষে রয়েছেন বুমরাহ ও রুট