Breaking News

Imon Singer

“বাংলায় থাকছ, বাংলায় চাকরি করছ, বাংলায় পয়সা রোজগার করছ, আর বলছ বাংলা গান শুনবে না?” : ইমন

এক বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থার অনুষ্ঠানে গান গাইছিলেন ইমন। সকলেই উপভোগ করছিলেন সেই গান। কিন্তু তারই মধ্যে এক শ্রোতা বলে বসেন, তিনি বাংলা গান শুনতে চান না।

Imon Singer furious IT professional newtown

imon singer

ক্লাউড টিভি ডেস্ক : হিন্দি গানই গাইতে হবে। মঞ্চে অনুষ্ঠান করার সময়ে শিল্পীদের কাছে আজকাল এমন অনুরোধ উড়ে আসে দর্শকদের মধ্যে থেকে। কেউ কেউ সেই অনুরোধ মেনে নেন, কেউ প্রতিবাদ করেন। ইমন চক্রবর্তী (Imon Singer)পড়েন দ্বিতীয় দলে। বাংলা গান গাওয়ার সময়ে অবাঙালি শ্রোতার দাবি ছিল, হিন্দি গান গাইতে হবে। তাঁকে সপাটে জবাব দিয়েছেন গায়িকা। তাঁকে বাহবা দিচ্ছেন অনুরাগীরা।

মঞ্চে গান গাইতে উঠেছিলেন ইমন চক্রবর্তী (Imon Singer)।অথচ খোদ কলকাতায় ! অস্কারে মনোনীত গায়িকার কণ্ঠে বাংলা গান শুনতেই অস্বীকার করলেন দর্শক,  গানের মধ্যেই চিৎকার করে এক যুবক বলে উঠলেন, ‘হিন্দি গানা গাইয়ে, নাচেঙ্গে’। অবাক হননি ইমন (Imon Singer), বরং সপ্রতিভ ভাবে জোরালো কণ্ঠে প্রতিবাদ করেছেন। সেই সময়ের ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে।

নিজের ভাষার জন্য সরব হয়ে প্রশংসা পাচ্ছেন এক দিকে। তবে নিন্দকেরা কখনওই চুপ থাকেন না। তাঁরা কেউ বলছেন, “ইমন তো নিজেও হিন্দি ভাষায় গান করেন!” কেউ আবার বলছেন, “হিন্দি ভাষায় গান গাইতে বলা কী এমন অপরাধ?”

তাঁদের উদ্দেশে ইমনের মন্তব্য, “এটা সত্যি ওঁদের সমস্যা। অনেকেই দেখেছি মন্তব্য করছেন নানা রকমের। হিন্দি গান গাওয়ার মধ্যে কোনও ভুল নেই। কিন্তু আমার ভাষাকে যে অসম্মান করবে, আমি প্রতিবাদ করব। আমি কিন্তু মঞ্চে, হিন্দি, গুজরাতি, পঞ্জাবি গানও গাই। তবে কোনও ভাবেই আমার ভাষার প্রতি অসম্মান দেখে চুপ থাকতে পারব না। বাংলায় থেকে তো এটা আমি হতেই দেব না।”

আরও পড়ুন :

Breaking : আমেরিকার শত্রু দেশে ভারতের দূতাবাস খোলার উদ্যোগ

এক কিংবদন্তি ফাস্ট বোলারের মর্মান্তিক পরিণতি

এক বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থার অনুষ্ঠানে গান গাইছিলেন ইমন। সকলেই উপভোগ করছিলেন সেই গান। কিন্তু তারই মধ্যে এক শ্রোতা বলে বসেন, তিনি বাংলা গান শুনতে চান না। হিন্দি গান গাইতে হবে। সঙ্গে সঙ্গে ইমন বলেন, “বাংলায় থেকে সাহসের সঙ্গে হাত তুলে তুমি বলছ, বাংলা গান শুনব না! অন্য কোনও জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাসের বাইরে বার করে দিত। এ সব কোরো না। এই রাজ্যের নাম বাংলা। সব ভাষার গান শোনো। কিন্তু তুমি কে হে, যে বলছ বাংলা গান শুনব না?”

এখানেই থামেননি গায়িকা। তিনি বলেছেন, “ওর যদি সাহস থাকে, ওকে মঞ্চে পাঠাও। এই ভণ্ডামি করো না। বাংলায় থাকছ, বাংলায় চাকরি করছ, বাংলায় পয়সা রোজগার করছ, আর বলছ বাংলা গান শুনবে না?”

x (twitter) – https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: