“বাংলায় থাকছ, বাংলায় চাকরি করছ, বাংলায় পয়সা রোজগার করছ, আর বলছ বাংলা গান শুনবে না?” : ইমন

এক বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থার অনুষ্ঠানে গান গাইছিলেন ইমন। সকলেই উপভোগ করছিলেন সেই গান। কিন্তু তারই মধ্যে এক শ্রোতা বলে বসেন, তিনি বাংলা গান শুনতে চান না।