Breaking News

India-Pakistan documentary

চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ভারত-পাকিস্তান ‘সবচেয়ে বড় দ্বৈরথ’ এবার নেটফ্লিক্সে

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ সামনে রেখে তারা একটি বিশেষ তথ্যচিত্র নিয়ে আসছে

India vs Pakistan documentary series netflix

India vs Pakistan documentary series

ক্লাউড টিভি ডেক্স: ভারত-পাকিস্তান মহারণে ভারতের হয়ে ওপেনিংয়ে নামছেন শচীন টেন্ডুলকার-বীরেন্দর শেবাগ আর মাঠের মাঝখানে গোল হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পরামর্শ করছে পাকিস্তান দল। এক সময় এই দৃশ্য ক্রিকেটপ্রেমীদের মনে শিহরণ জাগাত। রাজনৈতিক বৈরিতার কারনে সেই দিন আজ ধূসর অতীত। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ভারত-পাকিস্তান দ্বৈরথের এই নস্টালজিয়া জাগিয়ে দিয়েছে নেটফ্লিক (India vs Pakistan documentary series)।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ সামনে রেখে তারা একটি বিশেষ তথ্যচিত্র নিয়ে আসছে। এই ডকুমেন্টারির নাম দেয়া হয়েছে, ‘সবচেয়ে বড় দ্বৈরথ: ভারত বনাম পাকিস্তান।’(India vs Pakistan documentary series)

ডকুমেন্টারি আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান দ্বৈরথ হবে ২৩ ফেব্রুয়ারি, দুবাইয়ে।(India vs Pakistan documentary series)

 

View this post on Instagram

 

A post shared by Netflix India (@netflix_in)

নেটফ্লিক্সের এই ডকুমেন্টারিতে সৌরভ গাঙ্গুলী, বীরেন্দর শেবাগের মতো কিংবদন্তিদের দেখা যাবে। উঠে আসবে ১৯৭৮ সালে প্রথম ওয়ানডেতে দুটি দলের দ্বৈরথের গল্পও। সুনীল গাভাস্কার আর শোয়েব আখতারও দর্শকদের জানাবেন এই দ্বৈরথের অজানা অনেক কথা। আর থাকবে ভারত পাকিস্তানের ম্যাচের অনেক রোমাঞ্চকর তথ্য।

মেসির লকার উঠছে নিলামে

শীতকালীন দলবদলে নজর থাকবে বেশ কয়েকজন হাই প্রোফাইল তারকার দিকে

ad

আরও পড়ুন: