India vs Pakistan documentary series
ক্লাউড টিভি ডেক্স: ভারত-পাকিস্তান মহারণে ভারতের হয়ে ওপেনিংয়ে নামছেন শচীন টেন্ডুলকার-বীরেন্দর শেবাগ আর মাঠের মাঝখানে গোল হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পরামর্শ করছে পাকিস্তান দল। এক সময় এই দৃশ্য ক্রিকেটপ্রেমীদের মনে শিহরণ জাগাত। রাজনৈতিক বৈরিতার কারনে সেই দিন আজ ধূসর অতীত। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ভারত-পাকিস্তান দ্বৈরথের এই নস্টালজিয়া জাগিয়ে দিয়েছে নেটফ্লিক (India vs Pakistan documentary series)।
Two nations. One epic Rivalry. 1.6 Billion prayers.
Come witness the thrill of a legacy like no other in The Greatest Rivalry: India vs Pakistan, arriving on 7th February, only on Netflix.#TheGreatestRivalryIndiaVsPakistanOnNetflix #TheGreatestRivalryIndiaVsPakistan pic.twitter.com/zva657sI3i— Netflix India (@NetflixIndia) January 13, 2025
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ সামনে রেখে তারা একটি বিশেষ তথ্যচিত্র নিয়ে আসছে। এই ডকুমেন্টারির নাম দেয়া হয়েছে, ‘সবচেয়ে বড় দ্বৈরথ: ভারত বনাম পাকিস্তান।’(India vs Pakistan documentary series)
ডকুমেন্টারি আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান দ্বৈরথ হবে ২৩ ফেব্রুয়ারি, দুবাইয়ে।(India vs Pakistan documentary series)
View this post on Instagram
নেটফ্লিক্সের এই ডকুমেন্টারিতে সৌরভ গাঙ্গুলী, বীরেন্দর শেবাগের মতো কিংবদন্তিদের দেখা যাবে। উঠে আসবে ১৯৭৮ সালে প্রথম ওয়ানডেতে দুটি দলের দ্বৈরথের গল্পও। সুনীল গাভাস্কার আর শোয়েব আখতারও দর্শকদের জানাবেন এই দ্বৈরথের অজানা অনেক কথা। আর থাকবে ভারত পাকিস্তানের ম্যাচের অনেক রোমাঞ্চকর তথ্য।
শীতকালীন দলবদলে নজর থাকবে বেশ কয়েকজন হাই প্রোফাইল তারকার দিকে