S S Rajamouli
রাজা মৌলির এক সিনেমায় ২০০ কোটি! ভারতের সবচেয়ে পারিশ্রমিক বেশি পাওয়া পরিচালক কে?
আইএমডিবির তথ্য অনুযায়ী তিনি প্রতি ছবি করতে ২০০ কোটি টাকা নিয়ে থাকেন
- Published by: icloudad
- Posted:April 18, 2025 12:39 pm
- Updated:April 18, 2025 12:39 pm
S S Rajamouli
ক্লাউড টিভি ডেস্ক : ভারতের সিনেমার রাজত্ব করছেন দক্ষিণ ভারতীয় নির্মাতারা। এমনকি হিন্দি সিনেমার প্রযোজকেরাও তাঁদের সিনেমা নির্মাণের দায়িত্ব তুলে দিচ্ছেন তাদের কাঁধে। কিন্তু ভারতের নির্মাতারা সিনেমা পরিচালনা (S S Rajamouli) করার জন্য কত পারিশ্রমিক পান? ইন্টারনেট মুভি ডেটাবেজ(আইএমডিবি) অবলম্বনে জেনে নেওয়া যাক সাতজন সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ভারতীয় পরিচালকের পারিশ্রমিকের কথা।
- **ভারতীয় সিনেমায় সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া পরিচালক হলেন এস এস রাজামৌলি (S S Rajamouli)। তিনি অস্কারজয়ী ‘আরআরআর’ ও ‘বাহুবলী’ সিনেমার তৈরির মূল নায়ক। আইএমডিবির তথ্য অনুযায়ী তিনি প্রতি ছবি করতে ২০০ কোটি টাকা নিয়ে থাকেন।
- **ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও সম্পাদক সন্দীপ রেড্ডি ভাঙ্গা আলোড়ন ফেলে দিয়েছিলেন ‘অর্জুন রেড্ডি’, ‘কবির সিং’ ও ‘অ্যানিমেল’ সিনেমা দিয়ে। আইএমডিবির তথ্য অনুসারে, তিনি প্রতি সিনেমার জন্য ১০০ থেকে ১৫০ কোটি টাকা নিয়ে থাকেন।
- **শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমায় বিশাল সাফল্য এনে দেওয়া অ্যাটলি এখন সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র পরিচালকদের মধ্যে একজন। ‘জওয়ান’ ২০২৩ সালের সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল, বিশ্বব্যাপী ১ হাজার ১০০ কোটি টাকার বেশি আয় করে ছবিটি। তাঁর পারিশ্রমিকও ৩০ কোটি থেকে বেড়ে ১০০ কোটি টাকা হয়েছে।
“‘বলিউড শেষ হয়ে যাচ্ছে’ বিতর্কে হানসাল মেহেতার প্রতিক্রিয়া: ‘তারকার নয়, বিনিয়োগ করুন অভিনেতাদের ওপর’”
নজরুল তীর্থ এখন থেকে হয়ে গেল SVF সিনেমা: নতুন অধ্যায়ের সূচনা নিউটাউনে
- ** ‘কেজিএফ’ ও ‘সালার’-এর পেছনের মানুষ হলেন প্রশান্ত নীল। জানা গেছে, তিনি প্রতি ছবি থেকে ১০০ কোটি টাকা আয় করেন।
- **২০০৩ সালে সঞ্জয় দত্তের ‘মুন্না ভাই এমবিবিএস’ সিনেমা পরিচালনায় হাতেখড়ি হয় রাজকুমার হিরানির। পরবর্তী সময় তিনি ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’ ও ‘সঞ্জু’ সিনেমা পরিচালনা করেন। তিনি প্রতি ছবি থেকে প্রায় ৮০ কোটি টাকা পারিশ্রমিক নেন।
- **সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি ‘পুষ্পা ১’ ও ‘পুষ্পা ২’-এর বিশাল সাফল্যের পেছনে ছিলেন সুকুমার। তিনি প্রতি ছবি থেকে ৭৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।
- **পিরিয়ড ড্রামাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন সঞ্জয় লীলা বানসালি। ‘গুজারিশ’, ‘সাওয়ারিয়া’, ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ও ‘হীরামান্ডি’র মতো সিনেমা–সিরিজ বানিয়েছেন। সঞ্জয় প্রতি সিনেমা থেকে ৫৫ থেকে ৬৫ কোটি টাকা আয় করেন।
#রাজামৌলি #Rajamouli #highestpaid #indianfilmdirector
আরও পড়ুন :
অতীতের কলকাতা ফুটবল থেকে: অন্তত পাঁচশ মানুষ মিছিল করে এলেন দাবি ফুটবল বাঁচাও, ওঠা নামা বন্ধ করা যাবে না
Vinod Kambli : মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন গাভাস্কার