Breaking News

Aishwarya Rai Pregnant

ঐশ্বরিয়া আবারও মা হচ্ছেন? যা বললেন অভিষেক

অভিষেক অবশ্য প্রশ্ন শুনেই লাজুক হেসে বলেন, বয়সটা তো দেখতে হবে নাকি

Aishwarya Rai Pregnant: New Addition Rumors %%page%% %%sep%% %%sitename%%

Aishwarya Rai Pregnant

ক্লাউড টিভি ডেস্ক: ঐশ্বরিয়া রাই বচ্চন, যিনি প্রাক্তন বিশ্ব সুন্দরী ও অভিনেতা অভিষেক বচ্চন ২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়েছেন। তাদের ঘরে আছে কন্যা আরাধ্যা। কিছুদিন আগে ১৩ বছরে পা দিয়েছে এই দম্পতির কন্যা। আরাধ্যার পর বচ্চন পরিবারে আর কোনো অতিথি আসেনি। এ কারণে বেশ কয়েকবার গুঞ্জন চাউর হয় যে, এবার কি তাহলে আরাধ্যার খেলার সঙ্গী আসতে চলেছে (Aishwarya Rai Pregnant)?

খোদ অভিষেককে প্রশ্নটা করেছিলেন অভিনেতা রিতেশ দেশমুখ। তার অনুষ্ঠান ‘কেস বনতা হ্যায়’-এ।

এদিকে ২০২৪ সালে ছড়িয়ে পড়ে ঐশ্বরিয়া ও অভিষেকের বিচ্ছেদের খবর। এরই পাশাপাশি উঠছে বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে নানা প্রশ্ন। আম্বানিদের বাড়ির বিয়ে থেকে যেন আরও স্পষ্ট হয় অভিষেক-ঐশ্বরিয়ার ভাঙন (Aishwarya Rai Pregnant)। আলাদা আলাদা আসেন দুজনে। তারপর দুবাইয়ে এক অনুষ্ঠানে ‘বচ্চন’ পদবি ত্যাগ করে ঐশ্বরিয়া রাই নামে নিজেকে পরিচিত করেন বিশ্বের কাছে। বলিপাড়া ছাড়াও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলে আলোচনা-সমালোচনা। কখনো তৃতীয় ব্যক্তির প্রবেশ—অভিনেত্রী নিমরত কৌর, আবার কখনো বনিবনার অভাব— নানা কারণ উঠে এসেছিল এ প্রসঙ্গ। পরে আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে ঐশ্বরিয়া-অভিষেকের উপস্থিতি সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন এ তারকা দম্পতি।

কৌন বনেগা ক্রোড়পতি ছাড়ছেন অমিতাভ বচ্চন? পরবর্তী সিজনে সঞ্চালক হিসেবে কার নাম উঠে আসছে!

চীন-যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যুতে আলোচনার টেবিলে, সুর নরম ট্রাম্পের

জানা গেছে, মেয়ের জন্যই নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে একসঙ্গে রয়েছেন তারা। কিন্তু রিতেশ বছরখানেক আগেই তার অনুষ্ঠানে জিজ্ঞেস করেছিলেন— আপনাদের বাড়িতে অমিতাভ, ঐশ্বরিয়া, আরাধ্যা, অভিষেকের নাম ইংরাজি ‘এ’ দিয়ে শুরু, শুধু জয়া বচ্চন ও শ্বেতা ছাড়া। তাতেই অভিষেক বলেন, এটাই যেন প্রথা হয়ে গেছে।

অভিষেককে রিতেশ প্রশ্ন করেন— ‘জয়া আন্টি কোনো দোষ করেছিলেন? অভিনেতা বলেন, পরবর্তী প্রজন্ম এলে তখন হয়তো বদল হবে। রিতেশ পাল্টা জানতে চান, তবে আরাধ্যার পর নতুন অতিথি আসছে (Aishwarya Rai Pregnant)? অভিষেক অবশ্য প্রশ্ন শুনেই লাজুক হেসে বলেন, বয়সটা তো দেখতে হবে নাকি। রিতেশ বলেন, তোমার থেকে বয়সে বড়, সম্মান দাও সেটার।

#aishwaryarai #abhisekbachchan #motheragain #riteshdeshmukh #aishwaryaraipregnant

আরও পড়ুন :

প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, রাষ্ট্রপতিকে চিঠি বিচারপতিরই

কারাবাসেও ‘প্রেমের অধিকার’: ইতালির জেলে তৈরি হল ‘মিলন কক্ষ’, ইতিহাসে প্রথম আইনি অনুমোদন

ad

আরও পড়ুন: