YashNusratBreakup
ক্লাউড টিভি ডেস্ক : টলিউডের অন্যতম চর্চিত জুটি যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। একসময় তাঁদের প্রেম, সহবাস, সন্তান—সবকিছু নিয়েই শিরোনামে ছিলেন তাঁরা। কিন্তু এবার কি তবে সেই গল্পে ইতি?
সাম্প্রতিক একটি সংবাদ অনুযায়ী, যশ এবং নুসরত বর্তমানে আলাদা থাকছেন। এমনকি তাঁদের একসঙ্গে কোনও অনুষ্ঠানে বা সোশ্যাল মিডিয়ায়ও দেখা যাচ্ছে না অনেকদিন ধরে। এমন পরিস্থিতিতে তাঁদের বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে টলিপাড়ায়।
সূত্রের দাবি, যশ বর্তমানে রয়েছেন নিজের আলাদা অ্যাপার্টমেন্টে। অপরদিকে, নুসরত রয়েছেন তাঁদের পুরনো ফ্ল্যাটে, যেখানে তাঁদের সন্তান ঈশান থাকেন। আগে তাঁদের প্রায় প্রতিটি পোস্টেই ছিল পারস্পরিক ভালোবাসার ইঙ্গিত, কিন্তু এখন যশ বা নুসরত কারও সোশ্যাল মিডিয়াতে নেই একে অপরের ছায়াও।
পুমার সঙ্গে পথচলা শেষ, এবার নিজের ব্র্যান্ড ‘ওয়ান৮’ নিয়ে নতুন মিশনে বিরাট কোহলি
একসময় এই তারকা জুটি ছিল সব টক অফ দ্য টাউন। এমনকি নুসরতের বিবাহ-বিচ্ছেদের মধ্যেও যশ ছিলেন তাঁর ছায়াসঙ্গী। কিন্তু এখন তাঁদের সম্পর্কের টানাপোড়েন যেন স্পষ্ট হয়ে উঠছে।
একসময় একে অপরের জন্মদিনে কেক কাটা, ছোট ছোট ভিডিয়ো ক্লিপস, পরিবারের মিষ্টি মুহূর্ত — সব ছিল তাঁদের ফিডে। কিন্তু গত কয়েক মাস ধরেই একে অপরের কোনও ছবি বা মেনশন দেখা যাচ্ছে না।
নুসরত এখন ব্যস্ত নিজের ফ্যাশন ব্র্যান্ড এবং ওয়েব সিরিজের শুটিং নিয়ে। অন্যদিকে, যশও নিজের নতুন সিনেমা এবং রাজনীতির কাজ নিয়ে ব্যস্ত। ফলে কেউই সম্পর্ক নিয়ে মুখ খুলছেন না।
এই নীরবতাই জল্পনাকে আরও উস্কে দিচ্ছে।
এই সম্পর্ক ভাঙনের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হল তাঁদের সন্তান ঈশান। প্রাথমিকভাবে জানা গেছে, ঈশান বর্তমানে থাকছেন নুসরতের সঙ্গেই। যশ মাঝে মাঝে দেখা করেন ছেলের সঙ্গে, তবে আগের মতো ‘ফ্যামিলি টাইম’ এখন আর নেই।
এই পরিস্থিতি দেখে অনেকে বলছেন, যশ-নুসরত নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্তেই হয়তো সম্পর্ক থেকে কিছুটা দূরত্ব নিচ্ছেন। যদিও ‘আড়ি’র প্রমোশনের সময়ে কাকপক্ষীতেও টের পেতে দেননি জুটিতে। তবে গুঞ্জন, সিনেমা কিংবা প্রযোজনা সংস্থার কাজের সূত্রেই নাকি তাঁদের দেখা হচ্ছে। বাকি সময়টা যে যাঁর নিজের বাড়িতে থাকছেন। সমস্যার সূত্রপাত কোথায়?
আরও পড়ুন :
শেহবাজ শরিফের বিস্ফোরক দাবি: পাকিস্তান হামলার আগে ভারত ছুড়েছিল ব্রহ্মোস!