Breaking News

JubinGarg Wife Garima Sindoor

যে কারণে জুবিনের মৃত্যুর পরও সিঁদুর পরছেন স্ত্রী গরিমা

জুবিন গর্গের মৃত্যুর ২০ দিন পরও সিঁদুর পরে আছেন স্ত্রী গরিমা শাইকীয়া। সমালোচনার জবাবে তিনি বলেন, জুবিনের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত সিঁদুর পরে থাকবেন — এ তাঁর শপথ।

যে কারণে জুবিন গর্গের মৃত্যুর পরও সিঁদুর পরছেন স্ত্রী গরিমা

JubinGarg Wife Garima Sindoor

ক্লাউড টিভি ডেস্ক: গায়ক জুবিন গর্গের মৃত্যুর পর কেটে গেছে ২০ দিন। অথচ এখনো সিঁদুর পরে দেখা যাচ্ছে তাঁর স্ত্রী গরিমা শাইকীয়াকে। সামাজিকমাধ্যমে বিষয়টি ঘিরে তৈরি হয়েছে তুমুল আলোচনা ও প্রশ্নবাণ। কেউ কেউ বলেছেন, স্বামীর মৃত্যুর পর সিঁদুর রাখা ধর্মীয় প্রথার বিরুদ্ধাচরণ। কিন্তু গরিমা নিজেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন— এটি তাঁর ব্যক্তিগত শপথ, “যতদিন না জুবিনের সঙ্গে আমার দেখা হচ্ছে, ততদিন আমি সিঁদুর পরে থাকব।”

গরিমা জানিয়েছেন,

“আমি সিঁথি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি, এই সিঁদুর সারাজীবন পরে থাকব। যতদিন না পর্যন্ত ফের আমার আর জুবিনের দেখা হচ্ছে, আমি সিঁদুর পরব।”

তাঁর এই সিদ্ধান্তে ভক্তদের মধ্যে যেমন আবেগ, তেমনি সমালোচনাও কম নয়। তবে গরিমা জানিয়ে দিয়েছেন, এই সিঁদুর তাঁর ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক

আসামের গোলাঘাটের মেয়ে গরিমা শাইকীয়া পেশায় একজন পোশাকশিল্পী। তাঁর জীবনে জুবিনের প্রবেশ ঘটে সঙ্গীতের মাধ্যমে। ‘অনামিকা’ ও ‘মায়া’ অ্যালবাম শুনে জুবিনের প্রতি গভীর অনুরাগ জন্মায় তাঁর। তখন গরিমা মুম্বাইয়ে পড়াশোনা করছিলেন।

ভক্ত হিসেবে তিনি একদিন জুবিনকে একটি চিঠি পাঠান। সাধারণত তিনি ভক্তদের উত্তর দিতেন না, কিন্তু ভাগ্যের খেলায় গরিমার চিঠির উত্তর দেন জুবিন নিজে। সেখান থেকেই শুরু হয় এক অলৌকিক প্রেমকাহিনি, যা নানা বাধা পেরিয়ে ২০০২ সালে পরিণতি পায় বিয়েতে।

জুবিন গর্গ মামলায় নতুন মোড় : সিঙ্গাপুর ইয়ট পার্টিতে উপস্থিত থাকার অভিযোগে গ্রেফতার খুড়তুতো ভাই আসাম পুলিশের ডিএসপি সন্দীপন গর্গ

‘যারা সিঁদুর মুছে দিতে আসবে, তাদেরও মুছে যেতে হবে, এটা নিশ্চিত।’গুজরাটের জনসভা থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর

গায়কের আকস্মিক মৃত্যুর পর এখনো শোকের ঘোরে গরিমা। এদিকে মৃত্যুর তদন্ত চলছে। ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো রহস্যে ঘেরা।

পরিবার, ভক্ত ও সহশিল্পীরা এখনও বিশ্বাস করতে পারছেন না যে, উত্তর–পূর্ব ভারতের সঙ্গীত আইকন আর নেই। তাঁর গান আজও বাজে ভক্তদের ঠোঁটে— “Ya Ali, Tum Kaun Ho”, “O Bhavre”, কিংবা “Yaari”

জুবিনের স্মৃতিকে ধরে রাখতে গরিমা নিয়মিত তাঁর গান শুনছেন, তাঁর ব্যবহৃত জিনিসপত্র অক্ষত রেখেছেন।
ভক্তরাও সামাজিক মাধ্যমে গরিমার পাশে দাঁড়াচ্ছেন, লিখছেন—

“তোমার সিঁদুরে আছে জুবিনদার আত্মা, তা মুছে দিও না।”

আরও পড়ুন :

প্রয়াত মেদিনীপুরের প্রবীণ সিপিএম নেতা দীপক সরকার, নিজ দেহ দান করে গেলেন চিকিৎসাবিজ্ঞানের কাজে

জাভেদ আখতারের বিস্ফোরণ: “লজ্জায় মাথা নত করছি” — তালেবান মন্ত্রীর ভারতে আগমন নিয়ে ক্ষোভে ফুঁসলেন কিংবদন্তি গীতিকার

ad

আরও পড়ুন: