যে কারণে জুবিনের মৃত্যুর পরও সিঁদুর পরছেন স্ত্রী গরিমা

জুবিন গর্গের মৃত্যুর ২০ দিন পরও সিঁদুর পরে আছেন স্ত্রী গরিমা শাইকীয়া। সমালোচনার জবাবে তিনি বলেন, জুবিনের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত সিঁদুর পরে থাকবেন — এ তাঁর শপথ।