KanchanMallik BirthdaySurprise
৭ মে ২০২৫ (ক্লাউড টিভি): ৬ মে, টালিউড অভিনেতা এবং তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক পা রাখলেন জীবনের ৫১তম বছরে। এবারের জন্মদিনটা ছিল একেবারে আলাদা, একান্ত ব্যক্তিগত, আবার একেবারে পারিবারিক। কারণ এই দিনটির প্রতিটি মুহূর্ত সাজিয়েছিলেন (KanchanMallik BirthdaySurprise) তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ, যিনি অভিনয়জীবনের পাশাপাশি এখন ‘মল্লিক পরিবার’-এর সমস্ত দায়িত্ব কাঁধে নিয়েছেন।
অভিনেতা কাঞ্চন মল্লিক বলেন, “পঞ্চম শ্রেণি পর্যন্ত জন্মদিনটা আমার কাছে একটা বড় উৎসব ছিল। ঠাকুরদা-ঠাকুমার আদরের নাতি ছিলাম। তারপর নানা কারণে সেই উদযাপন বন্ধ হয়ে যায়। কিন্তু এখন আমার জন্মদিন মানেই শ্রীময়ীর পরিকল্পনা (KanchanMallik BirthdaySurprise)।”
রাজ কাপুর বলেছিলেন “এই আমার গঙ্গা”; মন্দাকিনী নয়, কে ছিলেন রাজ কাপুরের প্রথম পছন্দ
এক সময় ছিলেন খামারের কৃষক, এখন তিনি ভারতীয় ক্রিকেটে সুপারস্টার!
শ্রীময়ী নিজের শুটিং ব্যস্ততা সত্ত্বেও স্বামীর জন্মদিনে এক বিশেষ চমক তৈরি করেন। ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকের শুটিং ছিল সকাল ৮টা থেকে রাত পর্যন্ত। কিন্তু সেই ব্যস্ততার মাঝেই স্বামীকে চমকে দিতে নিখুঁত পরিকল্পনায় সাজিয়ে ফেলেছিলেন সারাদিন। নিজের ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের আগেভাগেই আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন, কিন্তু সাবধান করেছিলেন যেন কেউ ভুলেও কাঞ্চনকে কিছু না বলেন।
এই বছর ছিল আরও বিশেষ কারণেও। কাঞ্চন-শ্রীময়ী দম্পতির কন্যা কৃষভি আসার পর এটি ছিল অভিনেতার প্রথম জন্মদিন। মাত্র পাঁচ মাসের কৃষভিকে প্রথম কেক খাওয়ানোর মুহূর্ত ছিল কাঞ্চনের কাছে সবচেয়ে আবেগঘন। তিনি বলেন, “মাঝরাতে কেক কেটে প্রথম টুকরোটা মেয়ের মুখে দিয়েছি। ও কিছু বুঝবে না জানি, তবুও সেটা আমার কাছে অমূল্য।”
কাঞ্চনের শাশুড়ি মা এই দিনটির জন্য পাড়ি দিলেন রান্নাঘরে। ছোটবেলায় মা যেভাবে কাঞ্চনের পছন্দের পায়েস ও নানা পদ রান্না করতেন, এবার সেই জায়গা পূরণ করেছেন শাশুড়ি মা। কাঞ্চনের ভাষায়, “শাশুড়ি মা দারুণ পায়েস বানান। আর শ্বশুর মশাই উত্তর কলকাতা থেকে এনেছেন আমার প্রিয় রসগোল্লা।”
অভিনেতা আরও বলেন, “শ্রীময়ীই আমার হোমমেকার, প্ল্যানমেকার— সব কিছু। ১৪ ঘণ্টা শুটিংয়ের পর এমন চমক (KanchanMallik BirthdaySurprise) পাব, ভাবতেও পারিনি।”
পরিবার, ভালোবাসা, ও একরত্তি মেয়ের উপস্থিতিতে এবারের জন্মদিনটি কাঞ্চনের জীবনের স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলেই মনে করছেন তাঁর অনুরাগীরাও।
#KanchanMallik #BirthdaySurprise #SreemoyeeChattoraj #TollywoodStar #FamilyFirst #EmotionalCelebration
#KanchanTurns51 #KrisbhisFirstCelebration #TollywoodCoupleGoals #SweetSurprise
আরও পড়ুন :
সীমান্তে যুদ্ধাবস্থা, আইপিএল কি বন্ধ হবে? দেশ ও ক্রিকেটের দ্বন্দ্বে বিভক্ত ভারত