‘তনু ওয়েডস মনু’র সেই ম্যাজিক আবার? পুজোতেই পর্দায় ফিরছেন কঙ্গনা-মাধবন, আসছে ‘সার্কল’

কঙ্গনা রানাউত ও আর মাধবন দীর্ঘ দশ বছর পর আবার জুটি বেঁধেছেন ‘সার্কল’ সিনেমায়, যা একটি প্যান-ইন্ডিয়া মনস্তাত্ত্বিক থ্রিলার। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় নির্মিত এই ছবিটি ২০২৫ সালের পুজোয় মুক্তি পাওয়ার কথা। ভিন্নধর্মী গল্প ও অভিনয়ের জোরে এটি হতে চলেছে বছরের অন্যতম আলোচিত সিনেমা।