Breaking News

Koushani kiss

বনির আপত্তি সত্ত্বেও পরমব্রতর সঙ্গে ‘ইমরান হাশমি’ স্টাইলে চুমু খেলেন কৌশানী

"পরমদা তো ইমরান হাশমির মতো চুমু খায়! অনেক অভিজ্ঞ!"

Koushani Kiss Sparks Controversy in Tollywood %%page%% %%sep%% %%sitename%%

Koushani kiss

ক্লাউড টিভি ডেস্ক: টলিউডে নতুন চমক! কৌশানী মুখোপাধ্যায় এবার সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে। আর সেই ছবি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে, বিশেষ করে তাঁর পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে চুম্বন দৃশ্য ঘিরে। বনির আপত্তি, সৃজিতের শর্ত আর পরমব্রতর ‘ইমরান হাশমি’ স্টাইল চুমু নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী (Koushani Kiss)।

সৃজিতের চুম্বনের শর্ত!

প্রথমবার সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে সুযোগ পেয়েই চমকে গিয়েছিলেন কৌশানী। তবে অবাক করা ফোন কলটিও এসেছিল পরিচালক সৃজিতের কাছ থেকে। কৌশানীর কথায়, “সৃজিতদা প্রথমেই জিজ্ঞেস করেছিল, ‘তোর চুমু (Koushani Kiss)খেতে অসুবিধা আছে?’ আমি তো একদম অবাক! পরে যখন স্ক্রিপ্ট শুনলাম, বুঝলাম দৃশ্যটা গল্পের জন্য জরুরি।” এক টেকেই দৃশ্য শেষ করার শর্তও দিয়েছিলেন তিনি!

পরমব্রতর মতো চুমু!

পরমব্রতর সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা রোমাঞ্চকর হলেও চুম্বন দৃশ্যের আগে নার্ভাস ছিলেন কৌশানী। “পরমদা তো ইমরান হাশমির মতো চুমু (Koushani Kiss) খায়! অনেক অভিজ্ঞ! আমি বলেছিলাম, এক টেকেই শট নিতে হবে, নইলে আর করব না!” এমনই মজার অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী।

বই পড়ে ও টিভি,রেডিও মেরামত করে কারাগারে দিন কাটাচ্ছেন রবিনহো

Kolkata Metro Viral Video : পাবলিক প্লেসে এমন ঘনিষ্ঠতা কি ন্যায়সঙ্গত, নাকি দৃষ্টিদূষণ ? এই সব প্রশ্নে এখন দ্বিধা বিভক্ত সোশ্যাল মিডিয়া।

বনির ঈর্ষা, ঘরে ফিরে নীরবতা!

অভিনয়ের খাতিরে হলেও, পর্দায় চুম্বন (Koushani Kiss) দৃশ্য সহজে মেনে নিতে পারেননি বনি সেনগুপ্ত। কৌশানী বলেন, “প্রথমে কিছুক্ষণ কথা বলেনি। ওরও কিছু অভিজ্ঞতা আছে, কিন্তু আমাদের সম্পর্কে আসার পর আমার প্রথমবার ছিল।” তবে শেষে বোঝাপড়া করে নিয়েছেন দু’জনই।

টলিউডে চুম্বনের হাওয়া!

কৌশানীর মতে, মুম্বইয়ে চুম্বন (Koushani Kiss) দৃশ্য খুব স্বাভাবিক, কিন্তু কলকাতায় বিষয়টা এখনো ট্যাবু। “ওখানে কেউ দু’বার ভাবে না। কিন্তু এখানে চুমু মানেই বিতর্ক!” বললেন তিনি।

এই ছবির জন্য নিজের চরিত্রে গভীরভাবে ঢুকে পড়তে হয়েছিলেন কৌশানীকে। এমনকি সমাজমাধ্যম থেকেও দূরে ছিলেন এক মাস! এখন শুধু অপেক্ষা, পর্দায় কৌশানীর সাহসী অভিনয় দেখার জন্য।

আরও পড়ুন :

মায়ের নামে নতুন পরিচয়ে প্রতীক! আনুষ্ঠানিকভাবে হলেন প্রতীক স্মিতা পাটিল

বাসস্ট্যান্ডে, সমুদ্র সৈকতের ধারে ঘুমানো সেই ছেলেটাই আজ বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা !

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: