২৫ বছর পর পর্দায় ফিরছে ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’ – তুলসী ও মিহির জাদু আবার স্টার প্লাসে

এই কামব্যাক নিঃসন্দেহে শুধুমাত্র স্মৃতি নয়, গোটা ভারতীয় ছোটপর্দার ইতিহাসের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখন অপেক্ষা শুধু ৩ জুলাই রাত ১০:৩০টার, যখন আবার শোনা যাবে সেই চেনা টাইটেল ট্র্যাক: “রিশ্তো কে ভরোসে পে, ঘর বস্তে হ্যায়…”