Thakurpukur Car Accident
ক্লাউড টিভি ডেস্ক : ঠাকুরপুকুর-কাণ্ড’ নিয়ে তুমুল চর্চার মাঝেই বড়সড় পরিবর্তনের ইঙ্গিত টলিপাড়ায়। জনপ্রিয় এক বেসরকারি চ্যানেলের হিট ধারাবাহিককে কেন্দ্র করে চলছে অভ্যন্তরীণ টানাপোড়েন। যার জেরে এবার বদল হচ্ছে ধারাবাহিকের পরিচালক ও অভিনেত্রী (Thakurpukur Car Accident) — এমনটাই সূত্রের খবর।
খবরে জানা গিয়েছে, ধারাবাহিকটির পরিচালক ভিক্টোরকে সরানো হচ্ছে। তাঁর জায়গায় দায়িত্ব নিতে চলেছেন রূপক দে। তিনি এর আগে ‘মিঠাই’, ‘ভূমিকন্যা’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন। রূপকের অভিজ্ঞতা ও সুনাম যথেষ্ট, তাই নির্মাতাদের আশ্বাস— তাঁর হাতে পড়ে ধারাবাহিকটি নতুন গতি পাবে।
তবে এখানেই থেমে নেই বদলের তালিকা। ধারাবাহিকের অন্যতম মুখ ঋতুপর্ণা সেনকেও সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক কী কারণে এই সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট নয়, তবে অনুমান করা হচ্ছে সাম্প্রতিক বিতর্কের জেরেই এই পদক্ষেপ। তাঁর জায়গায় কে আসবেন, এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, একজন পরিচিত মুখকেই আনা হতে পারে যিনি ইতিমধ্যেই অন্য ধারাবাহিকে কাজ করে দর্শকের প্রশংসা পেয়েছেন।
এইসব পরিবর্তনের মধ্যেই ধারাবাহিকের কার্যকরী প্রযোজক শ্রিয়া বসুর পদচ্যুতির সম্ভাবনাও জোরাল হচ্ছে (Thakurpukur Car Accident)। একাধিক উৎস জানাচ্ছে, চ্যানেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন এবং এই সিদ্ধান্তগুলি চূড়ান্ত করার দিকেই এগোচ্ছেন।
ঠাকুরপুকুর দুর্ঘটনা: ঋতুপর্ণা সেন মুখ খুললেন, বললেন ‘আমি ট্রমার মধ্যে আছি’
খেলোয়াড়ের মৃত্যুতে নীরবতা পালন প্রকাশ করার পর ক্লাব জানতে পারলো খেলোয়াটি মারা যায়নি!
এই পরিবর্তনগুলোকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন, গল্পের মান পড়ে যাওয়ার আগেই এই রদবদল দরকার ছিল। আবার অনেকে বলছেন, চরিত্র এবং পরিচালকের আকস্মিক পরিবর্তন ধারাবাহিকের গতি নষ্ট করতে পারে।
যদিও নির্মাতা সংস্থার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। তবে খুব শীঘ্রই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।
তবে একটা বিষয় স্পষ্ট— ‘ঠাকুরপুকুর-কাণ্ড’ (Thakurpukur Car Accident) শুধু টিভি পর্দার বাইরে নয়, পর্দার ভেতরেও তার বড়সড় প্রভাব ফেলছে। কোন নতুন চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য, তা এখন সময়ই বলবে।
আরও পড়ুন :
Jeet:”বাংলায় কাজ করাটাই আমার জন্য বেশি চ্যালেঞ্জিং।”এ কথা কেনো বললেন সুপারস্টার জিৎ?
মেরি কমের বিবাহবিচ্ছেদ ঘটতে চলেছে!
Facebook : https://www.facebook.com/CloudtvNews
Instagram : https://www.instagram.com/cloudtvnews/
x (twitter) : https://x.com/cloudTV_NEWS
Youtube: @cloud.tv24x7