Prabhat Roy ComeBack
ক্লাউড টিভি ডেস্ক : বয়স শুধুই সংখ্যা—সেই কথাই প্রমাণ করে দিলেন কিংবদন্তি পরিচালক প্রভাত রায়। ৮১ বছর বয়সে নতুন উদ্যমে পরিচালনায় ফিরছেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘বলাই’ অবলম্বনে একটি স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করতে চলেছেন ()Prabhat Roy ComeBack) তিনি।
সোমবার নিজের জন্মদিনের বিশেষ আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন প্রবীণ পরিচালক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিনোদন জগতের একাধিক তারকা। পরিচালকের কন্যা একতা ভট্টাচার্য জানান, বাবার এই প্রজেক্টে তিনিও থাকছেন চিত্রনাট্য, সংলাপ ও সহকারী পরিচালনার দায়িত্বে। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘গানওয়ালা’ কবীর সুমন, যেখানে তাঁরই জনপ্রিয় গান ‘তিনি বৃদ্ধ হলেন’ ব্যবহার করা হবে (Prabhat Roy ComeBack)।
জন্মদিনেই বড় ঘোষণা
কালো পোশাকেই জন্মদিনের মঞ্চে উপস্থিত ছিলেন প্রভাত রায় ও তাঁর মেয়ে একতা। সাজানো ছিল তিনটি কেক, যার মধ্যে একটি ছিল পরিচালকের পছন্দের চকোলেট কেক। সন্ধ্যায় তাঁর পরিচালনায় ফেরার খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় (Prabhat Roy ComeBack)।
উৎসবে হাজির ছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, সব্যসাচী চক্রবর্তী, মিঠু চক্রবর্তীসহ আরও অনেকে। অনুষ্ঠানে একতা আরও জানান, শীঘ্রই প্রকাশিত হতে চলেছে প্রভাত রায়ের আত্মজীবনী ‘ক্ল্যাপস্টিক’-এর চতুর্থ সংস্করণ।
“‘বলিউড শেষ হয়ে যাচ্ছে’ বিতর্কে হানসাল মেহেতার প্রতিক্রিয়া: ‘তারকার নয়, বিনিয়োগ করুন অভিনেতাদের ওপর’”
বলিউড অভিনেতা অরুণোদয় সিং-এর অদ্ভুত বিবাহবিচ্ছেদ, কারণ এক পোষ্য কুকুর!
‘বলাই’তে কারা অভিনয় করবেন?
এখনও চূড়ান্ত হয়নি কাস্টিং। তবে ছবিতে নতুন প্রজন্মের অভিনেতাদের কাজ করানোর ইচ্ছা রয়েছে পরিচালকের। শুটিং শুরু হবে গ্রীষ্মের পর।
অনুষ্ঠানে মজার ছলে ভিক্টর বন্দ্যোপাধ্যায় বলেন, “তুমি ‘লাঠি ২’ বানাও, আমি আবার করেকম্মে খাই! হাতে তো কাজ নেই।” উত্তরে প্রভাত রায় শুধু হেসে বলেছেন, “সময়ই বলে দেবে।”
দীর্ঘদিন পরিচালনার বাইরে থাকার পর আবারও ক্যামেরার পিছনে প্রভাত রায়। এবার দেখার, ‘বলাই’ দিয়ে তিনি দর্শকদের কতটা মুগ্ধ করতে পারেন!
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS