Madhuri Dixit Toronto show delay
ক্লাউড টিভি ডেস্ক : বলিউড তারকা মাধুরী দীক্ষিত টরন্টোর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে দেরি করে পৌঁছনোর পর ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। দর্শকদের অসন্তোষ চরমে পৌঁছয়। শো-তে উপস্থিত অনেকে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন। তবে আয়োজকরা দাবি করেছেন, দোষ মধুরীর নয়, তাঁর ম্যানেজমেন্ট টিমের।
ইভেন্টটি ছিল টরন্টোর এক সাংস্কৃতিক উৎসব। হাজারের বেশি দর্শক সেখানে হাজির হয়েছিলেন। টিকিটের দামও কম ছিল না। স্বাভাবিক ভাবেই প্রত্যাশা ছিল চূড়ান্ত।
তবে নির্দিষ্ট সময়ের পর দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় দর্শকদের। আয়োজকরা পরিস্থিতি সামলাতে চেষ্টা করলেও জনরোষ থামেনি। অনেকে অভিযোগ করেছেন, অনুষ্ঠানের প্রচারে ব্যবহৃত সময় ও শিডিউল যথাযথ মানা হয়নি। এরপরই প্রশ্ন ওঠে আয়োজকদের দক্ষতা নিয়ে।
আয়োজকের পরিষ্কার দাবি: দোষ ম্যানেজমেন্ট টিমের
ইভেন্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, “মাধুরী দীক্ষিতকে দোষ দেওয়া ঠিক নয়। তাঁর টিম সময় ব্যবস্থাপনায় ভুল করেছিল।”
তাদের বক্তব্য, শো–এর সময়সূচি নিয়ে যোগাযোগে সমস্যা তৈরি হয়েছিল।
যদিও দর্শকরা বিষয়টি মেনে নিতে পারেননি। কারণ, প্রত্যেকে সময়মতো এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন। ফলে সোশ্যাল মিডিয়ায় মাধুরীকে ট্যাগ করে অসন্তোষ প্রকাশ করেন অনেকেই।
এই ঘটনায় মাধুরী দীক্ষিত এখনও সরাসরি কোনও প্রতিক্রিয়া দেননি। তাঁর সোশ্যাল মিডিয়া পেজেও এ নিয়ে কোনও ক্ষমা প্রার্থনা বা ব্যাখ্যা নেই।
ভক্তদের একাংশ বলছেন, “স্টারদের উচিত দর্শকের সময়ের সম্মান করা।”
তবে আরেক অংশ দাবি করছে, “মাধুরী এত বছরের ক্যারিয়ারে সবসময় প্রফেশনাল। টিমের ভুল হতে পারে।”
ডঃ শ্রীরাম নেনের হৃদয়গ্রাহী জন্মদিনের শুভেচ্ছা: ‘আবারও তোমাকেই বেছে নেবো’
‘গাজার জন্য নীরবতা’: আধঘণ্টার ডিজিটাল প্রতিবাদের ডাক দিল সিপিআই(এম)
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য―
শো শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যায়।
মূল আকর্ষণ মাধুরী মঞ্চে ওঠেন যথেষ্ট দেরি করে।
দর্শকরা বিক্ষোভ দেখান। কেউ কেউ চিৎকার করে অসন্তোষ জানান।
অনেকেই বলেছেন, “ইভেন্ট অর্গানাইজেশন আরও ভাল হওয়া উচিত ছিল।” অনেকে রিফান্ডের দাবি তুলেছেন। কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে।
এ ঘটনা বলিউড সেলিব্রিটিদের স্টার আচরণ নিয়ে পুরনো বিতর্ক ফিরিয়ে এনেছে। বিনোদন মহলে প্রশ্ন উঠছে, “তারকারা কি সময়ের সম্মান কম করেন?” যদিও প্রযোজনা সংস্থা এবং ইভেন্ট টিমে সময় ম্যানেজমেন্ট ভুল হওয়া সাধারণ ঘটনা বলে মত বিশেষজ্ঞদের।
এই বিতর্কের পর আয়োজকরা আরও সাবধান হতে পারবেন বলে মনে করা হচ্ছে। মাধুরীর ইমেজে কতটা প্রভাব পড়বে তা এখনও স্পষ্ট নয়। তবে শো শেষে মাধুরীর পারফরম্যান্স প্রশংসিত হয়েছে বলে জানাচ্ছেন অনেকেই। ফ্যানরা বলছেন, “মধুরী স্টেজে উঠতেই সব ভুলে গেছি।”
আরও পড়ুন :
সেলিনা জেটলির ভাই আটক UAE-তে, হাইকোর্ট বলল ‘যোগাযোগ নিশ্চিত করুন’
নিউইয়র্কে ইতিহাস গড়লেন জোহারান মামদানি, ভারতীয় বংশোদ্ভূত মুসলিম প্রথম মেয়র