Manish Malhotra SRK Birthdaywishes
ক্লাউড টিভি ডেস্ক: বলিউডের বাদশা Shah Rukh Khan শুধু একজন অভিনেতা নন—তিনি এক অনুভূতি। আগামীকাল ২ নভেম্বর তাঁর জন্মদিন। তবে উদযাপন শুরু হয়েছে আগেই। আর সেই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় থাকা শুভেচ্ছা এসেছে বলিউডের বিখ্যাত ডিজাইনার Manish Malhotra-র কাছ থেকে। তিনি আগাম বার্তায় শাহরুখকে বলেছেন, “সবচেয়ে স্টাইলিশ, সবচেয়ে ফিট ও এখনও সেই একই সহজ সরল মানুষ।” এই একটি সোশ্যাল পোস্টই আবার প্রমাণ করে দিলো—সময় বয়স বাড়াতে পারে, কিন্তু কিং খানের আভিজাত্য, ব্যক্তিত্ব আর স্টারডম আজও অটুট।
শাহরুখ-মণীশ বন্ধুত্ব শুধু গ্ল্যামারের গল্প নয়। বরং এটি দুই দশকের বেশি সৃজনশীল যাত্রার স্মৃতি। মণীশ দীর্ঘদিন ধরে শাহরুখের অনেক ছবির কস্টিউম ও ফ্যাশন স্টাইলিং করেছেন। সেই কারণেই তাঁর শুভেচ্ছা পোস্টটা সাধারণ বার্তা নয় — বন্ধুত্বের আবেগ, শিল্পীর প্রতি শ্রদ্ধা, এবং আইকনের প্রতি সম্মানের নিখুঁত মিশ্রণ। মণীশ যখন লিখলেন— “From the 90s to now you are the same. Stylish, fit & inspiring.” — তখনো বোঝা গেল, শাহরুখ শুধু ফ্যাশন নয়, চরিত্র ও আচরণের দিক থেকেও অপরিবর্তিত কিং।
View this post on Instagram
৬০-এ পা রাখতে চলেছেন শাহরুখ। কিন্তু আজও তিনি বক্স অফিসে ব্র্যান্ড, স্টাইলে benchmark, ফিটনেসে inspiration। ২০২৩-২৪-২৫ — টানা তিন বছর ধরে বলিউডে আবার রাজত্ব ফিরিয়ে এনেছেন তিনি। “জওয়ান”, “পাঠান”, “ডাঙ্কি” — প্রতিটি ছবি নতুন ট্রেন্ড তৈরি করেছে। এমনকি এখন তিনি গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আন্তর্জাতিক ইভেন্টের বিশেষ মুখ।
জন্মদিনের আগেই মুম্বাই, দিল্লি, কলকাতা, দুবাই—বিশ্বজুড়ে ভক্তদের আয়োজন শুরু। কেউ বানাচ্ছেন বিশাল কাটআউট, কেউ আয়োজন করছেন মুভি ম্যারাথন, আবার কেউ অনাথ আশ্রম ও হাসপাতালে খাবার দিচ্ছেন তাঁর নামে। কারণ শাহরুখ শুধু পর্দার নায়ক নয় — মানবিকতার প্রতীকও। মণীশের পোস্টের নিচে লাখ লাখ ফ্যানের আবেগ উচ্ছ্বল হয়ে উঠছে। কেউ লিখছেন, “SRK isn’t ageing, he is just upgrading.” আবার কেউ বলছেন, “60 looks like 40 when you are Shah Rukh.” এই মন্তব্যগুলোই বলে — কিং খান সময়ের সাথে সাথে আরো কিংবদন্তি হয়ে উঠছেন।
বলিউড তারকা শাহরুখ খানের বাড়িতে থাকতে চান,এক রাতের ভাড়া কত জানেন?
“এটা আমার জন্য বড় ব্যাপার ছিল… শাহরুখ খান আমাকে যখন তাঁর নতুন গাড়ি চালাতে দিয়েছিলেন”
শাহরুখের স্যুট, টাক্সিডো, এথনিক শেরওয়ানি — যাই পরুন, তিনি ফ্যাশনের সংজ্ঞা। কিন্তু সবচেয়ে বড় কথা, মণীশ যেটা তুলে ধরেছেন — স্টারডমেও তিনি নম্র, ভদ্র এবং সহজ মানুষ। আর এই গুণই তাঁর জনপ্রিয়তাকে ৩০ বছর পেরিয়েও অটুট রেখেছে।
শাহরুখ খানের জন্মদিন মানেই শুধু উৎসব নয় — সম্মান, nostalgia, গর্ব ও ভালোবাসার দিন। এবার মণীশ মালহোত্রার আগাম শুভেচ্ছা সেই আবেগকে আরও বৃদ্ধি করলো। ২ নভেম্বর যখন কিং খানের জন্মদিন পালন হবে, তখন শুধু বলিউড নয়—বিশ্বজুড়ে আলো ঝলমল করবে এক নামেই: SHAH RUKH KHAN — The Eternal KING!
আরও পড়ুন :
সুনিধি চৌহানের পরিবেশনায় সেজে উঠছে ICC Women’s Cricket World Cup 2025 ফাইনাল
জুবিন গর্গের শেষ ছবি ‘রই রই বিনালে’ আসামে ঝড় তুলল, ভোরবেলা শো-তে হাউসফুল! কান্নায় ভাসছে ভক্তরা