MithunChakraborty
ক্লাউড টিভি ডেস্ক: আজ ১৬ই জুন। জন্মদিন কিংবদন্তি অভিনেতা, সাংসদ ও ভারতীয় সিনেমার ‘ডিস্কো ডান্সার’ মিঠুন চক্রবর্তীর (MithunChakraborty)।১৯৫০ সালের আজকের দিনেই কলকাতার এক সাধারণ পরিবারে জন্ম হয়েছিল যাঁর, তিনিই পরে হয়ে ওঠেন ভারতের সবচেয়ে জনপ্রিয় ও বহুমাত্রিক অভিনেতাদের একজন। পাঁচ দশকের বেশি সময় ধরে অভিনয়, নৃত্য, অ্যাকশন, এবং রাজনৈতিক জীবনে নিজের অনন্য স্বাক্ষর রেখেছেন তিনি।
মিঠুন চক্রবর্তীর অভিনয়জীবন শুরু হয় ১৯৭৬ সালে মৃণাল সেনের বিখ্যাত ছবি “মৃগয়া” দিয়ে, যার জন্য তিনি পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর আর ফিরে তাকাতে হয়নি। ১৯৮২ সালে মুক্তি পায় তাঁর ক্যারিয়ার-পরিবর্তক সিনেমা “Disco Dancer”, যা তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। গান, নাচ এবং অ্যাকশন মিলিয়ে এই সিনেমা তাঁকে করে তোলে এক pop-culture icon।
আনচেলত্তিকে পেতে ‘ছাড়েনি কিছুই’ ব্রাজিল, স্কালোনির তুলনায় ৪ গুণ বেতন
বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণে আনতে চলেছে রাজ্য সরকার : শিক্ষামন্ত্রী – BRATYA BASU
হিন্দি এবং বাংলা ছাড়াও মিঠুন অভিনয় করেছেন তামিল, তেলুগু, কন্নড়, ওড়িয়া এবং পাঞ্জাবি ভাষার ছবিতে। তাঁর জনপ্রিয় হিন্দি সিনেমাগুলির মধ্যে রয়েছে — “Kasam Paida Karne Wale Ki”, “Dance Dance”, “Pyar Jhukta Nahin”, “Agneepath”, “Tahader Katha” ইত্যাদি। বাংলা সিনেমায় তিনি একাধিকবার নিজের জাত চিনিয়েছেন, যেমন — “Troyee”, “Guru”, “MLA Fatakeshto”, “Swami Vivekananda”।
মিঠুন চক্রবর্তী তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন —
“মৃগয়া” (সেরা অভিনেতা)
“তাহাদের কথা” (সেরা অভিনেতা)
“স্বামী বিবেকানন্দ” (সহ-অভিনেতা)
এছাড়াও চারবার পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার।
২০২৪ সালে তিনি পেয়েছেন ভারত সরকারের পদ্মভূষণ এবং দাদাসাহেব ফালকে পুরস্কার — যা একজন শিল্পীর জন্য দেশের সর্বোচ্চ সম্মান।
চলচ্চিত্রের পাশাপাশি মিঠুন চক্রবর্তী রাজনীতিতেও সক্রিয়। তিনি ছিলেন রাজ্যসভার সদস্য এবং বর্তমানে ভারতীয় জনতা পার্টির নেতা। রাজনীতিতে তিনি সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন।
মিঠুন বিবাহিত বলিউড অভিনেত্রী যোগিতা বালি-র সঙ্গে। তাঁদের চার সন্তান রয়েছে, যাঁদের মধ্যে মহাক্ষয় চক্রবর্তী (মিমো) অভিনয় জগতে পা রেখেছেন।একজন সমাজসেবী হিসেবেও মিঠুন চক্রবর্তী পরিচিত। Monarch Group নামে তাঁর হোটেল চেইন রয়েছে, যেখানে বহু দুঃস্থ মানুষকে কাজের সুযোগ দেন তিনি।
“মিঠুনদা শুধু নায়ক নন, তিনি একটা যুগ।”
বলেছেন এক সময়ের সহ-অভিনেত্রী রেখা।
তাঁর পরিশ্রম, সাধনা, এবং জনগণের সঙ্গে আত্মিক সম্পর্ক তাঁকে করে তুলেছে আজও একজন প্রিয়মানুষ।
ক্লাউড টিভি-র পক্ষ থেকে কিংবদন্তি মিঠুন চক্রবর্তীকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার সুর, নাচ, অভিনয় এবং ব্যক্তিত্ব আজও কোটি কোটি ভক্তের প্রেরণা।
আরও পড়ুন :
বাংলার সুরের সাধক হেমন্ত মুখোপাধ্যায়: জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি
দিল্লিতে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী, উদ্বেগ কংগ্রেস শিবিরে