MukulDev PassesAway
মুম্বাই , ২৪ মে ২০২৫ (ক্লাউড টিভি) : বলিউড ও ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির এক সুপরিচিত মুখ, মুকুল দেব ৫৪ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে (MukulDev PassesAway)। একসময়ের জনপ্রিয় অভিনেতা মুকুল গতকাল রাতে অসুস্থতার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন আইসিইউ-তে। তাঁর মৃত্যুতে বলিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মুকুল দেব ১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এই চলচ্চিত্রে তিনি এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর সাবলীল অভিনয় ও চেহারার অভিজাত সৌন্দর্য তাঁকে দ্রুত জনপ্রিয়তা এনে দেয়। এরপর ‘কোইল’, ‘ওয়াজুদ’, ‘কোহরাম’, ‘সন অফ সরদার’, ‘মুজে মেরি বিবি সে বাচাও’, ‘অর্জুন পণ্ডিত’-এর মতো একাধিক হিট ছবিতে তিনি অভিনয় করেন।
সত্যজিৎ রায়ের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি: বিশ্বচলচ্চিত্রে এক চিরকালীন কিংবদন্তি
তাঁর অভিনয় স্টাইল ছিল সংযত, বিশ্বাসযোগ্য ও পরিণত। তিনি কখনও অতিনাটকীয়তার আশ্রয় নেননি, বরং সংলাপ বলার ধরণ ও শরীরী ভাষায় এনে দিয়েছিলেন বাস্তবতার ছোঁয়া। ভিলেন, সাপোর্টিং ক্যারেক্টার কিংবা পুলিশ অফিসার—সব ভূমিকাতেই ছিলেন সাবলীল।
বলিউডের পাশাপাশি মুকুল দেবের টেলিভিশন ক্যারিয়ারও ছিল সমানভাবে সফল। ‘কাহানি ঘর ঘর কি’, ‘ঘরওয়ালি ওপারওয়ালি’, ‘প্যারে জিন্দেগি হ্যায়’, ‘সসুরাল সিমর কা’ সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তাছাড়া বিভিন্ন ক্রাইম শোতে অ্যাঙ্কর হিসেবেও দেখা গেছে তাঁকে। তাঁর স্বর এবং ব্যক্তিত্ব তাঁকে এই ভূমিকার জন্য আদর্শ করে তুলেছিল।
অভিনয়ের পাশাপাশি মুকুল ছিলেন একজন প্রশিক্ষিত পাইলট এবং অ্যাভিয়েশন ট্রেইনার। খুব অল্প বয়সেই তিনি পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং কিছু সময় বিমানচালনার পেশায় যুক্ত ছিলেন। যদিও অভিনয়ই হয়ে ওঠে তাঁর প্রথম প্রেম, কিন্তু তাঁর জীবনের এই অধ্যায় অনেকের কাছেই অজানা ছিল।
দিল্লিতে জন্ম নেওয়া মুকুল দেবের বাবা হরি দেব ছিলেন পুলিশ অফিসার। তাঁর ছোট ভাই রাহুল দেব নিজেও একজন পরিচিত অভিনেতা। তাদের পরিবার পাঞ্জাবি এবং আফগান ঐতিহ্যের সংমিশ্রণে গঠিত। পরিবারজুড়ে ছিল শৃঙ্খলা, পরিশ্রম এবং সংস্কৃতির চর্চা।
অভিনেতা বিন্দু দারা সিং মুকুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, “মুকুল ছিল আমার ভাইয়ের মতো। আজও বিশ্বাস করতে পারছি না সে আর নেই।” অভিনেত্রী দীপশিখা নাগপাল বলেন, “আমরা অনেক কাজ করেছি একসাথে। ও সবসময় নিজের শরীর নিয়ে খোলাখুলি কিছু বলত না। খুব খারাপ লাগছে।”
সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে চলছে স্মৃতিচারণার ঢল। অনেকেই তাঁর শান্ত ও পরিপাটি ব্যবহার, দৃঢ় অভিনয় ও বিনয়ী মনোভাবের কথা স্মরণ করছেন।
মুকুল দেব কখনোই সেলিব্রিটি লাইমলাইটের ঝলকে থাকেননি। তবে তাঁর কাজ, কণ্ঠ, ও অভিনয়ের গুণে তিনি হয়ে উঠেছিলেন দর্শকের পছন্দের মুখ। বলিউড এবং ছোট পর্দা—দুটো জায়গাতেই তিনি রেখে গেছেন অসামান্য অবদান। তাঁর অকাল প্রয়াণে এক প্রজন্মের অনেক স্মৃতি যেন হঠাৎ থেমে গেল।
আরও পড়ুন :
ঐশ্বরিয়ার গলায় ৫০০ ক্যারেট চুনির মালা, দাম কত জানেন?