₹১২৫ কোটির Netflix প্রস্তাব ফিরিয়ে Aamir Khan কি YouTube–এ সিনেমা রিলিজ করতে চলেছেন?

Aamir Khan এবার শুধু সিনেমা নয়, বদলে দিতে চলেছেন সিনেমা দেখার পদ্ধতিই। YouTube PPV পদ্ধতি যদি সফল হয়, তবে ভবিষ্যতের নির্মাতারা OTT প্ল্যাটফর্মের বদলে YouTube–কেই তাঁদের প্রথম পছন্দ করতে পারেন। সিনেমা হলে রিলিজের পর Sitare Zameen Par কীভাবে ডিজিটাল রিলিজ পায়, এখন সেটাই নজরে থাকবে সবার।