নুসরাত-মিমি একসঙ্গে পূজায়? বন্ধুত্ব কি ফিরছে পুরোনো মোড়কে!

একসময় টালিপাড়ার ‘বেস্ট ফ্রেন্ড’ নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী—যাদের মধ্যে দূরত্ব গড়ে উঠেছিল অজানা কারণে—এবার পূজায় ফের একসঙ্গে দেখা যেতে পারে। নন্দিতা-শিবপ্রসাদের ‘রক্তবীজ ২’ সিনেমার শ্যুটিংয়ে একসঙ্গে শট দিয়েছেন তাঁরা। সেট থেকেই ছড়িয়েছে গুঞ্জন—ফিরছে কি হারানো বন্ধুত্ব?