Anil Chatterjee Rahul
ক্লাউড টিভি ডেস্ক : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা অনিল চট্টোপাধ্যায়ের মৃত্যুদিনে শ্রদ্ধাজ্ঞাপন করতে গিয়ে ঘটে গেল এক অবাক করা ঘটনা (Anil Chatterjee Rahul)। শ্রদ্ধার নিদর্শন হিসেবে প্রয়াত অভিনেতার ছবির বদলে সম্পূর্ণ ভিন্ন একজনের—অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের—ছবি পোস্ট করা হয়েছে। এই ঘটনায় চলচ্চিত্রপ্রেমী ও অনুরাগীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টটি (Anil Chatterjee Rahul) দেখে অনেকেই হতবাক। অনিল চট্টোপাধ্যায়ের মতো গুণী অভিনেতার প্রতি এমন অবহেলা মেনে নিতে পারছেন না কেউই। অনেকেই প্রশ্ন তুলছেন—এটা নিছক ভুল, না বাংলা চলচ্চিত্রের কিংবদন্তিদের প্রতি ক্রমশ বাড়তে থাকা উদাসীনতার প্রমাণ?
স্বরা ভাস্করের মেয়ে কোন ধর্মের পথে? খোলাখুলি জানালেন অভিনেত্রী
“ট্রোলের জবাবে শালীনতা বজায় রাখলেন রুবেল দাস, নেটিজেনরা প্রশংসায় ভাসালেন”
এই ঘটনার জন্য দায়ী কারা, তা এখনও স্পষ্ট নয়। আয়োজক বা সংশ্লিষ্টদের তরফে কোনো ব্যাখ্যা আসেনি। তবে চলচ্চিত্র মহলের একাংশের মতে, এটি নিছক একটি ভুল হতে পারে, আবার কেউ কেউ বলছেন, কিংবদন্তি অভিনেতাদের স্মরণে এমন অবহেলা কখনওই গ্রহণযোগ্য নয়।
একজন বিশিষ্ট অভিনেতার মৃত্যুবার্ষিকীতে এমন ভুল সত্যিই দুঃখজনক। প্রশ্ন উঠছে, অনিল চট্টোপাধ্যায়ের মতো প্রভাবশালী অভিনেতার নাম যদি ভুলে যাওয়া হয়, তবে বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য রক্ষা করবে কে?
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS