detective charulata
ক্লাউড টিভি ডেস্ক : প্রাইভেট ডিটেক্টিভ চারুলতা মিত্র (Detective Charulata) আর তার খুড়তুতো ভাই তপু সাধারণত মামুলি কেস নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু চারুর বিশ্বাস, একদিন ফেলুদা বা শার্লকের মতো তারও নামডাক যশ প্রতিপত্তি হবে। সেই সুযোগটা আসে ম্যাডির হাত ধরে—চারুর নতুন অ্যাসিস্ট্যান্ট।
রহস্য ঘনিয়ে ওঠে যখন খ্যাতনামা তন্ত্রবিদ শ্রীমতী পরমা সেন নিজের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেন এবং অবিশ্বাস্যভাবে সেটি সত্যিও হয়ে যায়। অন্ধবিশ্বাসে ভরা রহস্যের জাল কাটিয়ে বাস্তববাদী চারু যখন এই কেসের গভীরে পৌঁছোতে যায়, সামনে আসে একের পর এক রহস্যময় মৃত্যু। কলকাতার বুকে একটা সিরিয়াল কিলিঙের ঘটনা যা রয়ে গেছে লোকচক্ষুর অন্তরালে।
ধীরে ধীরে চারু বুঝতে পারে, এই খুনের ঘটনাগুলোর উৎস লুকিয়ে রয়েছে তিন দশক আগের এক অভিশপ্ত দিনে। চারু কি পারবে এই ধারাবাহিক মৃত্যুর রহস্য উন্মোচন করে খুনিকে থামাতে, নাকি এইবার তার ভাগ্যেই লেখা আছে পরাজয়?
Klikk OTT প্ল্যাটফর্মের আগামী সিরিজ এবার এক দুর্ধর্ষ ডিটেক্টিভ থ্রিলার! ডিটেক্টিভ চারুলতা (Detective Charulata)
View this post on Instagram
অভিনয়ে:
* সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (চারুলতা মিত্র)
* দেবমাল্য গুপ্তা (তপু)
* অনুজয় চট্টোপাধ্যায় (অরিন্দম লস্কর)
* পামেলা কাঞ্জিলাল (ম্যাডি)
* মল্লিকা মজুমদার (সিদ্ধেশ্বরী বসু)
* চৈতি ঘোষাল (মিসেস পরমা সেন)
* মানস মুখোপাধ্যায় (হেমাঙ্গ হাজরা)
* সন্মিত্র ভৌমিক (আদিত্য সেন)
* পূজা সরকার (রাধা)
* সবুজ বর্ধন (ললিত মোহন)
চিত্রনাট্য ও পরিচালনা: জয়দীপ ব্যানার্জি
গল্প ও সংলাপ: সৌমিত দেব
সিনেমাটোগ্রাফি: অনির
সঙ্গীত: প্রাঞ্জল দাস
সহযোগী পরিচালক: শুভদীপ মুখার্জি
এডিটর: কৌস্তভ সরকার
‘রক্তবীজ 2’ (Raktabeej2)-তে তারকা চমক! অঙ্কুশ হাজরা এবার খলনায়কের ভূমিকায়
IIFA-র মঞ্চে ‘লাপাতা লেডিজ’ এর জয়জয়কার, দশটি পুরস্কার পেল
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS