অজ়ি ওসবোর্ন: শেষ কনসার্টেই রেখে গেলেন মেটাল ইতিহাসের চিরকালীন সাক্ষ্য

২০২৫ সালের ৫ জুলাই, ইংল্যান্ডের বার্মিংহ্যামে তাঁর নিজ শহরে, ‘ভিলা পার্ক’-এর মঞ্চে অজ়ি এক ব্যতিক্রমী কনসার্টে অংশ নেন। অনুষ্ঠানের নাম ছিল “Back to the Beginning”, যেখানে প্রায় দুই দশক পরে ব্ল্যাক সাবাথের প্রতিষ্ঠাতা সদস্যদের সঙ্গে একত্র হন তিনি—টোনি আইওমি, গিজার বাটলার এবং বিল ওয়ার্ড।