মায়ের নামে নতুন পরিচয়ে প্রতীক! আনুষ্ঠানিকভাবে হলেন প্রতীক স্মিতা পাটিল

মুম্বাই: বলিউড অভিনেতা প্রতীক বাব্বর আনুষ্ঠানিকভাবে নিজের নাম পরিবর্তন করে প্রতীক স্মিতা পাটিল রেখেছেন। প্রয়াত মা, কিংবদন্তি অভিনেত্রী স্মিতা পাটিলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রতীক জানান, মায়ের নাম ও উত্তরাধিকারের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত (PrateikSmitaPatil) থাকতে চান তিনি। জানে তু… বা জানে না এবং ধোবি ঘাট ছবির জন্য পরিচিত প্রতীক এই সিদ্ধান্তের ঘোষণা … Continue reading মায়ের নামে নতুন পরিচয়ে প্রতীক! আনুষ্ঠানিকভাবে হলেন প্রতীক স্মিতা পাটিল