Pushpa 2 Screening Stampede : পুষ্প 2-এর প্রিমিয়ারে বিশৃঙ্খলা, মৃত মা, আহত ছেলে

পুষ্প 2-এর প্রিমিয়ারের (Pushpa 2 Screening Stampede) সময় ঘটল একটি মর্মান্তিক ঘটনা। ভক্তদের অভ্যর্থনা জানাতে আল্লু অর্জুনের আগমনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার ফলে মৃত্যু হয় ১ জনের এবং  আহত হয় বেশ কয়েকজন।