pushpa 2
ক্লাউড টিভি ডেস্ক : এ যাবতকালের সব রেকর্ড ভেঙে ফেলেছে পুষ্পা ২। টিকিট প্রি বুকিংয়ের নিরিখে বাহুবলী ২, কেজিএফ- এর মত মেগা হিট সিনেমাকেও পিছনে ফেলে দিয়েছে আল্লু অর্জুনের এই ফিল্ম। পুষ্পরাজের চরিত্রে অভিনয় করে ভক্তদের মন জয় করে নিয়েছেন অভিনেতা আল্লু অর্জুন। নাচ অভিনয় ভঙ্গিমা সব দিয়ে বারবার বুঝিয়ে দিয়েছেন যে পুষ্পা ফ্লাওয়ার নয় ফায়ার। এবার সামনে এলো এই সিনেমার প্রথম রিভিউ।
পুষ্পা, ঝুকেগা নেহি! ডায়লগের ঝড়ে কার্যত উড়ে গিয়েছে আসমুদ্রহিমাচল। প্রথম পর্ব ব্লকবাস্টার তাই সকলের অধীর আগ্রহে অপেক্ষা ছিল, কবে আসবে দ্বিতীয় পর্ব। ডিসেম্বরের ৫ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বড় পর্দা কাঁপাতে আসছে পুষ্পা-২ দ্য রুল। তবে মুক্তির আগেই বিরাট নজির গড়ে ফেলল আল্লু অর্জুন ও রশ্মিকার এই সিনেমা।
প্রথম পর্ব রিলিজের পর, যবে থেকে দর্শকরা জেনেছেন যে দ্বিতীয় পর্ব আসতে চলেছে সকলের মধ্যে উন্মাদনা ছিল তখন থেকেই। দিনে দিনে তা বেড়েছে বই কমেনি। নিজের আইকনিক চরিত্র পুষ্পা রাজের ভূমিকায় ফিরছেন সুপারস্টার আল্লু অর্জুন। ছবির ট্রেলার রিলিজের পর থেকেই বোঝা গিয়েছে এবার পুষ্পার ঝাঁঝ আরও কয়েকগুণ বাড়তে চলেছে। সে কথা সত্যি করেই রিলিজের আগেই কার্যত হিট পুষ্পা-২।
চলচ্চিত্র সমালোচকদের মতে সম্পূর্ণ ‘পয়সা উসুল’ ছবি হচ্ছে পুষ্পা-২: দ্য রুল। পুষ্পারাজ চরিত্রে এক কথায় অসাধারণ আল্লু অর্জুন! দুর্ধর্ষ আবহাসঙ্গীত আর অভূতপূর্ব পটভূমির পাশাপাশি এই ছবির সবচেয়ে সেরা সম্পদ হল ক্লাইম্যাক্স, এমনটাই উল্লেখ করলেন ফিল্ম সমালোচক।
x (twitter) – https://x.com/cloudTV_NEWS