JailerSequel Rajinikanth Mithun
ক্লাউড টিভি ডেস্ক : ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় লিখতে চলেছে দুই মহাতারকার মিলন। দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত এবং বলিউড–টলিউডের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় (JailerSequel Rajinikanth Mithun) অভিনয় করছেন। নেলসন দিলীপ কুমারের পরিচালনায় তৈরি হচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘জেলার’-এর সিক্যুয়াল, যেখানে মুখোমুখি দেখা যাবে এই দুই কিংবদন্তিকে।
ছবিটির শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। জানা গেছে, মিঠুন চক্রবর্তী প্রথম দফায় ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এবং খুব শিগগিরই সেটে যোগ দেবেন রজনীকান্তও। সূত্র অনুযায়ী, মিঠুন চক্রবর্তী এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন, যা কাহিনির মোড় ঘোরাতে বড় ভূমিকা রাখবে।
চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, এই দুই তারকার একসঙ্গে কাজ করা শুধু ভক্তদের জন্যই নয়, ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্যও এক ঐতিহাসিক মুহূর্ত। এর আগে অবশ্য মিঠুন চক্রবর্তীর ছবি ‘ভ্রষ্টাচার’ ও **‘ভাগ্য বিধাতা’**তে ক্যামিও চরিত্রে রজনীকান্তকে দেখা গিয়েছিল, তবে পূর্ণাঙ্গ ভূমিকায় দুজনের একসঙ্গে কাজ করা এবারই প্রথম।
বাস্তব কুলির জীবন থেকে রূপালি পর্দায় রজনীকান্তের আবেগঘন ‘কুলি’ যাত্রা
উল্লেখ্য, দুই বছর আগে মুক্তি পাওয়া ‘জেলার’ বিশ্বব্যাপী ৬০০ কোটিরও বেশি ব্যবসা করেছিল। সেই সাফল্যের পরই নির্মাতারা সিদ্ধান্ত নেন ছবির সিক্যুয়াল করার। তাই দর্শকদের প্রত্যাশা এবার আকাশচুম্বী। নতুন ছবিতে রজনীকান্তের সঙ্গে মিঠুনের উপস্থিতি নিঃসন্দেহে ছবির আকর্ষণ বাড়িয়ে দেবে বহুগুণ।
ভারতীয় চলচ্চিত্রের দুই মহাতারকা যখন একই সিনেমায়, তখন সেই ছবি নিয়ে ভক্তদের উন্মাদনা স্বাভাবিকভাবেই তুঙ্গে। ‘জেলার’ সিক্যুয়াল শুধু বক্স অফিসে ঝড় তুলবে না, বরং বহু দর্শকের কাছে স্মৃতিময় হয়ে থাকবে দুই তারকার প্রথম সহযোগিতা।
আরও পড়ুন :
প্লাস্টিকের বিনিময়ে টাকা ছাড়াই খাবার মেলে যে ক্যাফেতে
‘ডান্স বাংলা ডান্স’-এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে আবারও একফ্রেমে মিঠুন–দেবশ্রী