Breaking News

Raktabeej2

‘রক্তবীজ 2’ (Raktabeej2)-তে তারকা চমক! অঙ্কুশ হাজরা এবার খলনায়কের ভূমিকায়

পুজো মাতাতে আবারও আসছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। তাঁদের বহুল প্রতীক্ষিত সিনেমা 'রক্তবীজ 2'-এর শুটিং শুরু হয়েছে

Raktabeej2: The Return of Shivprasad and Nandita %%page%% %%sep%% %%sitename%%

Raktabeej2

ক্লাউড টিভি ডেস্ক :  পুজো মাতাতে আবারও আসছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। তাঁদের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রক্তবীজ 2’- (Raktabeej2) এর শুটিং শুরু হয়েছে, যেখানে নতুন মোড় আনতে খলনায়কের চরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে।

আগের সিনেমায় একটি আইটেম ডান্সে ক্যামিও চরিত্রে থাকলেও এবার গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অঙ্কুশ। তাঁর বিপরীতে অভিনয় করবেন কৌশানী মুখোপাধ্যায়। এছাড়া বিশেষ নৃত্যে পারফর্ম করবেন নুসরত জাহান। এই সিক্যুয়েলে (Raktabeej2) আবারও দেখা যাবে মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার এবং কাঞ্চন মল্লিককে।

৬৯, সূর্য সেন স্ট্রিটের ফেবারিট কেবিনে নেতাজিও আসতেন
IIFA-র মঞ্চে ‘লাপাতা লেডিজ’ এর জয়জয়কার, দশটি পুরস্কার পেল

গল্পের ধারাবাহিকতা ও নতুন মোড়

প্রথম ‘রক্তবীজ’ সিনেমাটি খাগড়াগড় বিস্ফোরণ-কাণ্ড অবলম্বনে তৈরি হয়েছিল, যেখানে উঠে এসেছিল একাধিক রহস্যময় তত্ত্ব। সিক্যুয়েলে সেই ঘটনার একটি নির্দিষ্ট দিককে অনুসরণ করেই গল্পের মোড় নেওয়া হবে।

অঙ্কুশ জানিয়েছেন, তিনি চান দর্শক তাঁকে একেবারে নতুনভাবে দেখুক। তিনি বলেন, “শিবুদা প্রথমে বলেছিলেন, আমার জন্য একটা ক্যামিও চরিত্র আছে, যেখানে একটি গানও থাকবে। আমি বলেছিলাম, গানটা যেন এমন হয়, যেখানে আমার নতুন এক রূপ দেখতে পায় দর্শক।” পরিচালকের পরিকল্পনাতেও ছিল একই ভাবনা, তাই এবার তাঁর চরিত্রটি শুধু নাচ বা ক্যামিওর মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং কেন্দ্রীয় খলচরিত্র হয়ে উঠেছে।

এই ছবির সংগীত পরিচালনার দায়িত্বে থাকতে পারেন বনি চক্রবর্তী, অনুপম রায় ও শিলাজিৎ মজুমদার। মার্চ-এপ্রিল মাসজুড়ে চলবে শুটিং। সব ঠিকঠাক থাকলে পুজোয় মুক্তি পাবে ‘রক্তবীজ 2′(Raktabeej2)। এবারও দর্শকদের জন্য থাকবে থ্রিল, অ্যাকশন ও তারকাদের দুর্দান্ত পারফরম্যান্স।

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: