রাজ কাপুর বলেছিলেন “এই আমার গঙ্গা”; মন্দাকিনী নয়, কে ছিলেন রাজ কাপুরের প্রথম পছন্দ

অভিনেত্রী ও রাজনীতিবিদ খুশবু সুন্দর প্রকাশ করেছেন যে কীভাবে তিনি রাজীব কাপুরের মৃত্যুর খবর শুনে হতবাক হয়েছিলেন। সে আরও তাদের বন্ধুত্বের কথা খুলে বলে এবং বলে যে সে মদের প্রতি আসক্ত ছিল।