Rappa Ray
ক্লাউড টিভি ডেস্ক : বড়োপর্দায় আসছে রাপ্পা রায় (Rappa Ray), মুখ্য চরিত্রে সৌম্য মুখোপাধ্যায়, প্রকাশ্যে চরিত্রের ফার্স্ট লুক বড়োপর্দায় এবারে আসছে “রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম”। এবারে সুযোগ বন্দ্যোপাধ্যায়-এর কমিক্স (Bengali graphic novel on screen)নিয়ে কাজ করছেন পরিচালক ধীমান বর্মন। একগুচ্ছ স্টার কাস্ট নিয়ে শ্যুটিং শুরু হবে কয়েকদিনের মধ্যে।
এই খবর প্রকাশ্যে আসার পরেই সমাজমাধ্যমে সুযোগ বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান ‘জাতিস্মর’ ছবিখ্যাত জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রযোজক রাণা সরকার। সুযোগও পোস্টের বার্তা বাক্সে রাণার উদ্দেশ্যে পাল্টা লেখেন, “তুমি একটা করো না, আমি পরিচালনা করব”। সঙ্গে সঙ্গে প্রযোজকের জবাব, “ডান, চলো হয়ে যাক।”
আরও পড়ুন : https://cloudtv.news/politics/pankaj-dutta-passes-away-kunal-ghosh-devanshu-comments/
ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়। ছবির আরও প্রধান চরিত্রে অভিনয় করছেন অলিভিয়া সরকার, দেবাশীষ মণ্ডল,দেবাশীষ রায়, রজতাভ দত্ত, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রাশীষ রায়, সুজন বন্দ্যোপাধ্যায়, রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, লিজা গোস্বামী, সব্যসাচী চৌধুরী ও অন্যান্যরা।
ক্রাইম, কমেডি, ফ্যান্টাসি সবকিছু নিয়ে এই ছবি ” রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম”। ছবিতে রাপ্পার (Rappa Ray) চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়কে। অন্যদিকে গল্পের বিখ্যাত অভিনেত্রী ডলফিন চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অলিভিয়া সরকারকে। পরিচালক ধীমান বর্মন জানান “রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম” নিয়ে কাজ করার ইচ্ছা বহুদিন থেকে ছিল। অনেকটা প্ল্যান করে এই ছবি নিয়ে এগোচ্ছি। কমেডি থেকে ফ্যান্টাসি সব কিছু থাকবে এই ছবিতে। আমরা খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু করবো। ছবিতে রাপ্পা (Rappa Ray) চরিত্রে সৌম্য মুখোপাধ্যায় কে আশা করছি দর্শকদের ভালো লাগবে”।
Web: https://www.cloudtv.news
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) – https://x.com/cloudTV_NEWS