Breaking News

RIP AchyutPotdar

থ্রি ইডিয়টস এর বিখ্যাত ডায়লগ “এর তুম কেহনা কেয়া চাহতে হো” র প্রবীণ মারাঠি অভিনেতা আচ্যুত পটদারের জীবনবসান

অভিনয় জীবনে ১২৫টিরও বেশি চলচ্চিত্র ও ৩০টির বেশি টেলিভিশন সিরিয়ালে কাজ করেছেন আচ্যুত পটদার। তিনি শুধুমাত্র মারাঠি সিনেমাতেই নয়, বলিউডের বিভিন্ন জনপ্রিয় ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

RIP AchyutPotdar: Remembering His Legacy %%page%% %%sep%% %%sitename%%

RIP AchyutPotdar

ক্লাউড টিভি ডেস্ক: প্রবীণ মারাঠি অভিনেতা আচ্যুত পটদার আর নেই। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টা নাগাদ মুম্বইয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (RIP AchyutPotdar)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।

আচ্যুত পটদারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে। খবর প্রকাশ্যে আসতেই চলচ্চিত্র দুনিয়ায় শোকের ছায়া নেমে আসে। বলিউড ও মারাঠি সিনেমার পাশাপাশি অসংখ্য টিভি সিরিয়াল ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন তিনি।

অভিনয় জীবনে ১২৫টিরও বেশি চলচ্চিত্র ও ৩০টির বেশি টেলিভিশন সিরিয়ালে কাজ করেছেন আচ্যুত পটদার। তিনি শুধুমাত্র মারাঠি সিনেমাতেই নয়, বলিউডের বিভিন্ন জনপ্রিয় ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ১৯৮০ থেকে ২০০০ সাল পর্যন্ত হিন্দি সিনেমায় তিনি ছিলেন এক পরিচিত মুখ।

বলিউডের ‘প্রেম রতন ধন পাও’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘চালতে চালতে’–র মতো জনপ্রিয় ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। বর্ষীয়ান হলেও চরিত্রের গভীরতা ও স্বাভাবিক অভিনয়ের জন্য প্রশংসিত ছিলেন পটদার।

৮০ বছর আগে হিরোশিমা-নাগাসাকিতে আণবিক হামলার স্মরণে জাপানে অনুষ্ঠান, প্রথমবার রাশিয়া আসছে নাগাসাকিতে

মোদি সরকারের হিন্দি চাপিয়ে দেওয়ার রাজনীতিতে উত্তাল মহারাষ্ট্র, মারাঠিদের ক্ষোভে জ্বলছে রাজ্য

অভিনয়ের পাশাপাশি আচ্যুত পটদার শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। মূলত ইন্দোরে বড় হওয়া পটদার কর্মজীবনের প্রথম দিকে এক কর্পোরেট সংস্থায় কাজ করতেন। অবসরের পরেই তিনি পুরোপুরি সিনেমা ও টেলিভিশনের দুনিয়ায় মনোনিবেশ করেন।

তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বহু বলিউড ও মারাঠি তারকা। অনেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা স্মৃতিচারণ করেছেন। দর্শকদের কাছে তিনি সবসময় এক ‘চেনা মুখ’, এক ‘বিশ্বাসযোগ্য চরিত্র অভিনেতা’ হিসেবেই পরিচিত ছিলেন।

আচ্যুত পটদারের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগৎ এক প্রিয় অভিনেতাকে হারাল। তাঁর অভিনয় উত্তরপ্রজন্মের কাছে শিক্ষণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন :

দলিপ ট্রফি থেকেই ঘরোয়া ক্রিকেটে বদলির নতুন নিয়ম চালু করতে চলেছে BCCI

এআইএফএফ-এর সাথে অচলাবস্থায় আইএসএল ক্লাবগুলির হুঁশিয়ারি: স্থায়ীভাবে বন্ধ হতে পারে টুর্নামেন্ট

ad

আরও পড়ুন: