থ্রি ইডিয়টস এর বিখ্যাত ডায়লগ “এর তুম কেহনা কেয়া চাহতে হো” র প্রবীণ মারাঠি অভিনেতা আচ্যুত পটদারের জীবনবসান

অভিনয় জীবনে ১২৫টিরও বেশি চলচ্চিত্র ও ৩০টির বেশি টেলিভিশন সিরিয়ালে কাজ করেছেন আচ্যুত পটদার। তিনি শুধুমাত্র মারাঠি সিনেমাতেই নয়, বলিউডের বিভিন্ন জনপ্রিয় ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।