Breaking News

RiyaGangopadhyay

“প্রয়োজনে কিডনি বিক্রি করব, তবু ন্যায়ের পথ থেকে থেকে সরব না” : বিস্ফোরক রিয়া গঙ্গোপাধ্যায়

“প্রয়োজনে কিডনি বিক্রি করব” – স্বামীর পরকীয়া, মানহানির মামলা ও হুমকির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রিয়া গঙ্গোপাধ্যায়ের। সন্তানদের মুখ চেয়ে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন অভিনেত্রী।

RiyaGangopadhyay Reveals Shocking Legal Battle %%page%% %%sep%% %%sitename%%

RiyaGangopadhyay

ক্লাউড টিভি ডেস্ক : টলিউড অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায় (RiyaGangopadhyay) সম্প্রতি ফের উঠে এসেছেন চর্চার কেন্দ্রে। স্বামী অরিন্দম চক্রবর্তীর বিরুদ্ধে ফের পরকীয়ার অভিযোগ তুলেছেন তিনি। শুধু তাই নয়, এবার আইনি জটিলতা, হুমকি ও মানসিক নিপীড়নের প্রসঙ্গও সামনে এনেছেন। রিয়া জানিয়েছেন, প্রয়োজনে নিজের কিডনি বিক্রি করে হলেও তিনি এই লড়াই চালিয়ে যাবেন – কারণ এটাই তার আত্মসম্মানের প্রশ্ন।

টলিউডের এক পরিচিত মুখ রিয়া গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে উত্তাল নেটদুনিয়া। গত বছর স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে তার দাম্পত্য কলহ প্রকাশ্যে এসেছিল। এবার সেই বিতর্ক আরও এক ধাপ এগোল। দিন কয়েক আগে স্বামীর পরকীয়ার ঘটনা হাতেনাতে ধরার পর নিজেই তা ফেসবুকে প্রকাশ করেন রিয়া।

পুমার সঙ্গে পথচলা শেষ, এবার নিজের ব্র্যান্ড ‘ওয়ান৮’ নিয়ে নতুন মিশনে বিরাট কোহলি

আর কোনও প্রিমিয়ারে নয়: স্পষ্ট সিদ্ধান্তে স্বস্তিকা মুখোপাধ্যায়

রিয়া জানান, সেই মহিলার নাম-পরিচয়ও তিনি প্রকাশ করেছেন, যিনি নিজেও বিবাহিত। এর জেরে মানহানির মামলা ঠুকে দেন উক্ত  মহিলা । বর্তমানে আইনি জটিলতায় জড়িয়েছেন অভিনেত্রী। তবে রিয়া জানান, তিনি এক বিন্দুও ভয় পাচ্ছেন না। তার কাছে সমস্ত তথ্যপ্রমাণ রয়েছে।

সোমবার ফেসবুক লাইভে এসে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন। শুধু তাই নয়, সেই মহিলার স্বামীর সঙ্গে তার ফোনে কথোপকথনও জনসমক্ষে তুলে ধরেন। কথোপকথনে স্পষ্ট, ওই মহিলার স্বামী তার স্ত্রীর সম্পর্ক সম্পর্কে অনেক কিছু জানেন, কিন্তু স্ত্রীর ভয়ে চুপ ছিলেন। রিয়া বলেন, “ওনার মুখে আমি শুনেছি, উনি ভয়ে কথা বলতে পারেন না। এটা কষ্টকর, কিন্তু বাস্তব।”

রিয়া দাবি করেন, টাকা ও সম্পত্তির লোভেই ওই নারী স্বামীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন। রিয়া বলেন, “আমি কখনও ভরণপোষণ চাইনি। নিজের উপার্জনে সন্তানদের মানুষ করতে চেয়েছি। কিন্তু ওদের মুখের দিকে তাকিয়ে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছি।”

কিন্তু সেই চেষ্টার জবাব মেলেনি। হঠাৎ একদিন শ্বশুরবাড়ি গিয়ে স্বামীর পরকীয়ার প্রমাণ হাতে পান রিয়া। এরপর আর নিজেকে ধরে রাখতে পারেননি। তিনি জানান, ওই নারীর শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াতের প্রমাণও রয়েছে তার কাছে।

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ, অভিনেত্রীর মা-বাবাকে নাকি হুমকি দিয়েছেন তার স্বামী। এমনকি রিয়াকেও “চোর” অপবাদ দেওয়া হয়েছে। অভিনেত্রী বলেন, “আমার বাবা সরকারী চাকরি করেন না। আমিও মিডিয়ার অনিশ্চিত জগতে কাজ করি। প্রয়োজনে নিজের কিডনি বিক্রি করে এই লড়াই চালিয়ে যাব।”

বর্তমানে কোনও কাজ পাচ্ছেন না বলেই জানান রিয়া। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছোটপর্দা থেকে বড়পর্দা – সর্বত্রই ছিল তার সরব উপস্থিতি। কিন্তু এখন যেন সবকিছু ছন্দপতনের মুখে।

শেষে রিয়া বলেন, “ভেবেছিলাম সব মিটিয়ে আবার সংসার করব। কিন্তু প্রতারণার পরিমাণটা এতটাই বড় যে আর সহ্য করতে পারিনি। সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই আজ এই লড়াইয়ে নেমেছি। যত বাধাই আসুক, আমি থামব না।”

ad

আরও পড়ুন: