Breaking News

Rubel Das

“ট্রোলের জবাবে শালীনতা বজায় রাখলেন রুবেল দাস, নেটিজেনরা প্রশংসায় ভাসালেন”

জি বাংলার অফিসিয়াল পেজে তাঁর নাচের একটি ভিডিও পোস্ট করা হয়, যা ছিল সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠানের একটি প্রোমো

Rubel Das: Dancing Through Adversity with Grace %%page%% %%sep%% %%sitename%%

Rubel Das

ক্লাউড টিভি ডেস্ক : টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রুবেল দাস (Rubel Das) আবারও প্রমাণ করলেন, কেবল অভিনয়েই নয়, ব্যক্তিত্বের দিক থেকেও তিনি অনন্য। সম্প্রতি জি বাংলার অফিসিয়াল পেজে তাঁর নাচের একটি ভিডিও পোস্ট করা হয়, যা ছিল সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠানের একটি প্রোমো। তবে ভিডিওটি প্রকাশ্যে আসতেই এক নেটিজেন ব্যঙ্গাত্মক মন্তব্য করেন রুবেলের নাচ নিয়ে।

স্বরা ভাস্করের মেয়ে কোন ধর্মের পথে? খোলাখুলি জানালেন অভিনেত্রী

রাজনীতির মঞ্চ থেকে বলিউডে আত্মপ্রকাশ দীপ্সিতার! নতুন অবতারে ‘জিদ্দি গার্ল’

কী লিখেছিলেন সেই ব্যক্তি?

নেটিজেন দিব্যেন্দু দাস রুবেলের (Rubel Das) নাচকে কটাক্ষ করে লেখেন, “অলি গলির ছেলেরা এর থেকে ভালো নাচে। চকমকে পোশাক পরলেই কি নাচ ভালো হয়?”

অভিনেতার জায়গায় অন্য কেউ হলে হয়তো পাল্টা আক্রমণ করতেন। কিন্তু রুবেল বরাবরই বিনয়ী এবং সংযত স্বভাবের। তাই ট্রোলের মুখেও নিজেকে শান্ত রেখে উত্তর দেন, “দিব্যেন্দু দাস, আপনি আমার থেকে বয়সে বড়, আশীর্বাদ করবেন যেন আরও ভালো করে নাচতে পারি।”

নেটিজেনদের প্রতিক্রিয়া

রুবেলের (Rubel Das) এই শালীন ও মার্জিত জবাব মন ছুঁয়ে গেছে নেটিজেনদের। কমেন্ট সেকশনে অনেকে তাঁর প্রশংসা করে লিখেছেন—

“এটাই পার্থক্য একজন তারকার সঙ্গে সাধারণ মানুষের! নিজের শালীনতা বজায় রেখে উত্তর দিয়েছেন রুবেল।”

“যিনি ডান্স বাংলা ডান্স-এর বিজয়ী, তাঁকে কেউ নাচ শেখাবে? ট্রোলারদের একটু ভাবা উচিত।”

“সত্যিকারের বিনয়ী মানুষ! এভাবেই এগিয়ে যান রুবেল!”

 

View this post on Instagram

 

A post shared by Rubel Das (@rubel.official)


অভিনয় নয়, নাচই ছিল রুবেলের প্রথম ভালোবাসা

অনেকেই হয়তো জানেন না, রুবেল দাসের (Rubel Das) অভিনয়ে আসার পথ তৈরি হয়েছিল নাচের হাত ধরেই। তিনি ‘ডান্স বাংলা ডান্স’-এর বিজয়ী ছিলেন এবং নাচের জন্য মুম্বইতেও গিয়েছিলেন। তাঁর চোখে স্বপ্ন ছিল পেশাদার ডান্সার হওয়ার, কিন্তু ভাগ্যের খেলায় তিনি জনপ্রিয় অভিনেতা হয়ে ওঠেন। তা সত্ত্বেও নাচের প্রতি ভালোবাসা একটুও কমেনি। নিজের বিয়ে হোক বা ধারাবাহিকের কোনো দৃশ্য—সুযোগ পেলেই নাচতে দেখা যায় তাঁকে।

‘তুই আমার হিরো’ ধারাবাহিকে রুবেল-মোহনার জুটি

সম্প্রতি রুবেল দাসকে দেখা যাচ্ছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘তুই আমার হিরো’-তে, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন মোহনা মাইতি। এক জনপ্রিয় তারকা ও সাধারণ মেয়ের প্রেম, বিয়ে ও সংসার ঘিরে তৈরি হয়েছে এই গল্প। মাত্র এক সপ্তাহের মধ্যেই ধারাবাহিকটি দর্শকদের মন জয় করেছে।

ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়

কিছুদিন আগেই নিজের ব্যক্তিগত জীবনেও নতুন পথচলা শুরু করেছেন রুবেল। ‘যমুনা ঢাকি’ ধারাবাহিক করতে গিয়েই প্রেমে পড়েন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের, আর চলতি বছরের ১৯ জানুয়ারি তাঁরা বিয়ে করেন। তাঁদের বিয়ের ছবি ও ভিডিও এখনো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

রুবেল দাস প্রমাণ করলেন, সত্যিকারের তারকারা ট্রোলের জবাবও দেন তারকাসুলভ ভদ্রতায়।

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: