SaifKareenaSplit
ক্লাউড টিভি ডেস্ক | ৭ অগাস্ট ২০২৫ : বলিউডের অন্যতম আলোচিত ও জনপ্রিয় দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর কি বিচ্ছেদের (SaifKareenaSplit) পথে?— এমনই জল্পনায় এখন উত্তাল বিনোদন দুনিয়া। পাকিস্তানি সাংবাদিক মুবাসের লুকম্যানের এক বিস্ফোরক মন্তব্যে এই গুঞ্জন আরও জোরালো হয়েছে। যদিও সাইফ বা কারিনা, কারও পক্ষ থেকেই এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি।
২০১২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন পতৌদি নবাব সাইফ আলি খান ও বলিউডের “বেবো” কারিনা কাপুর। এর আগে সাইফ ছিলেন অমৃতা সিংয়ের স্বামী এবং সেই সম্পর্ক থেকে রয়েছে দুই সন্তান। কারিনার সঙ্গে প্রেমপর্ব শুরু হয় অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর। এক দশকের বেশি সময় ধরে তাঁদের সম্পর্ক বলিউডের অন্যতম ‘স্ট্যাবল কাপল’-এর উদাহরণ হয়ে উঠেছিল। তাঁদের দুই ছেলে তৈমুর এবং জেহ এখন সোশ্যাল মিডিয়ার ‘স্টার কিড’।
বয়সকে যেন হার মানিয়েছেন কারিনা, কি ভাবে, জানালেন পুষ্টিবিদ ঋজুতা দিওয়েকার
সম্প্রতি এক অনলাইন অনুষ্ঠানে মুবাসের লুকম্যান দাবি করেন, সাইফ-কারিনার সম্পর্ক নাকি ভাঙনের মুখে। তিনি বলেন, “এক ভারতীয় সূত্র থেকে আমি জানতে পেরেছি, এই জুটি বর্তমানে বিচ্ছেদের প্রস্তুতি নিচ্ছেন।”
তিনি আরও দাবি করেন, কারিনা নাকি সাইফকে হাতেনাতে ধরেন অন্য এক নারীর সঙ্গে, যা থেকেই তাঁদের সম্পর্কে ফাটল ধরেছে। এছাড়া সাইফ নাকি কাতারে স্থায়ীভাবে বসবাস করতে আগ্রহী, কিন্তু কারিনা সেই প্রস্তাবে রাজি নন। এই বিষয়ে দম্পতির মধ্যে মনোমালিন্য চরমে উঠেছে।
এই মন্তব্যের মধ্যেই মুবাসের আরও চাঞ্চল্যকর দাবি— সাইফের ওপর যে হামলা হয়েছিল, তার নেপথ্যেও নাকি কারিনা জড়িত ছিলেন। তবে বলিউডের অনেকেই এই মন্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।
এই মুহূর্তে সাইফ ও কারিনা তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে পুরোপুরি নীরব। সোশ্যাল মিডিয়ায় তাঁদের সাম্প্রতিক পোস্টেও কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। বরং কারিনাকে সম্প্রতি একটি ব্র্যান্ড শ্যুটে হাসিমুখেই দেখা গেছে। সাইফকেও একটি ওয়েব সিরিজের শ্যুটে ব্যস্ত থাকতে দেখা গেছে।
একজন বিশিষ্ট বিনোদন সাংবাদিক বলেন, “এই খবর যদি সত্যিও হয়, তবু এটা এখনো আনঅফিশিয়াল। বলিউডের অনেক সেলিব্রিটি দম্পতি মাঝেমধ্যে গুঞ্জনের শিকার হন। কিন্তু সে গুঞ্জন কতটা সত্যি তা সময়ই বলবে।”
আরও পড়ুন :
ট্রাম্প চান টোকিও ও লন্ডনের রাস্তায় মার্কিন পিক-আপ গাড়ি, কিন্তু চাহিদা কোথায়?