‘হার্ডঅয়্যার ভাল ছিল, সফটয়্যার খারাপ’ : শেফালী জরিওয়ালার মৃত্যু নিয়ে বিতর্কে বাবা রামদেব, সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

যোগগুরু বাবা রামদেবের ‘হার্ডওয়্যার ঠিক, সফ্টওয়্যার খারাপ’ মন্তব্যে শেফালী জরীওয়ালার মৃত্যুর পর রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়—কিছু কেউ বলেন এটা উপলক্ষ্য ভুল, কেউ আবার বলছেন মনের সমস্যাকে গুরুত্ব দেওয়ার আহ্বান।