Breaking News

SouravGangulyBiopic

সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে অভিনয় করতে ভয় পাচ্ছেন রাজকুমার রাও! জানালেন বাংলা শেখা শুরু করেছেন স্ত্রীর কাছে

“দাদার মতো করে কথা বলা, হাঁটা, ক্রিকেট খেলা—সব শেখা লাগবে। ভয় লাগছে ঠিকই, তবে এই ভয়টাই আমাকে এগিয়ে নিয়ে যাবে,” — বললেন রাজকুমার রাও, সৌরভ গাঙ্গুলীর চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নিয়ে

SouravGangulyBiopic: A Journey to Stardom %%page%% %%sep%% %%sitename%%

SouravGangulyBiopic

ক্লাউড টিভি ডেস্ক: ভারতীয় ক্রিকেটের ‘দাদা’—সৌরভ গাঙ্গুলীর বায়োপিক (SouravGangulyBiopic) নিয়ে উৎসাহ তুঙ্গে। সেই ছবিতে ‘মহারাজ’-এর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। কিন্তু সৌরভের মতো ব্যক্তিত্বকে পর্দায় ফুটিয়ে তুলতে গিয়ে ভীষণ চাপ ও ভয় অনুভব করছেন এই জাতীয় পুরস্কারজয়ী তারকা।

সৌরভ নিজেই একাধিকবার জানিয়েছেন, “রাজকুমার রাও একজন অসাধারণ অভিনেতা। আমার মনে হয় ও পারবে আমার চরিত্রে ঠিকঠাক মানিয়ে নিতে।” সৌরভের পছন্দের পর অভিনেতা এখন নেমে পড়েছেন নিজেকে গড়ে তোলার কঠিন প্রস্তুতিতে।


‘ভয় লাগছে, চাপ আছে’ — বললেন রাজকুমার রাও

রাজকুমার রাও বলেন,

“সৌরভ গাঙ্গুলীর মতো একজন জীবন্ত কিংবদন্তির চরিত্রে আমাকে ভাবা হয়েছে—এটা সৌভাগ্যের। কিন্তু এতো বড় দায়িত্ব নিতে গিয়ে ভীষণ ভয় পাচ্ছি।”

তিনি আরও জানান,

“ব্যাটিং-বোলিং জানলেই হবে না, ক্রিকেটারদের চলাফেরা, মাঠের ভঙ্গিমা, ক্রিকেটীয় পরিভাষা—সব কিছুর ওপর দখল রাখতে হবে। আর বাংলা উচ্চারণ—সেটা তো আমার দুর্বল জায়গা। তাই স্ত্রী পত্রলেখার কাছ থেকে বাংলা শিখছি।”


‘দাদা’র আদলে পরিণত হওয়া চ্যালেঞ্জ

সিনেমায় শুধু ক্রিকেটার সৌরভ নয়, দিল্লির যুবক থেকে ভারতীয় অধিনায়ক হয়ে ওঠা, লর্ডসে জার্সি ওড়ানো, এবং বিসিসিআই প্রেসিডেন্ট পর্যন্ত পথচলা—সবটা ফুটিয়ে তুলতে হবে রাজকুমারকে। এই দিকেই তার সবচেয়ে বেশি মনোযোগ।

তাঁর কথায়,

“এটা তো আর কোনো সাধারণ চরিত্র নয়। অভিনয় দক্ষতার বাইরে গিয়েও নিজেকে ঢালতে হবে দাদার মতো। সৌরভ গাঙ্গুলীর শরীরী ভাষা, উচ্চারণ, ব্যক্তিত্ব সবই আত্মস্থ করতে হবে। এটা খুবই বড় দায়িত্ব।”

ধোনিকে পকেটমার বললেন রবি শাস্ত্রী!

প্রায় এক দশক পর আবার একসঙ্গে কাজ করতে চলেছেন আমির খান ও রাজকুমার হিরানি


কবে শুরু হবে শুটিং?

রাজকুমার রাও জানিয়েছেন, সিনেমার (SouravGangulyBiopic) শুটিং ২০২৬ সালের শুরুতে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নিজেকে চরিত্র অনুযায়ী প্রস্তুত করার জন্য হাতে আরও কিছু সময় রয়েছে।

চলতি বছরের শেষ নাগাদ ছবির স্ক্রিপ্ট ও টিম চূড়ান্ত হওয়ার কথা। পরিচালক, প্রযোজক, এবং ক্রিকেট পরামর্শকদের সহায়তায় রাজকুমার নিজেকে ট্রেনিংয়ে ব্যস্ত রাখবেন।


সুশান্ত সিং রাজপুতের থেকে অনুপ্রেরণা

রাজকুমার স্মরণ করেছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে, যিনি ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে মাহি-র ভূমিকায় দর্শকদের হৃদয় জয় করেছিলেন।

রাজকুমার বলেন,

“সুশান্ত ধোনির মতো দেখতে ছিলেন না, তবু আমরা তাকে ধোনি ভেবেই ভালোবেসেছি। কারণ অভিনয় দিয়ে দর্শকের মন জেতা যায়। সেই জায়গা থেকেই আমার সাহসটা আসছে।”

আরও পড়ুন :

বুমরা জ্বলে উঠলে জয়, না হলে দুর্দশা! পরিসংখ্যানেই মিলছে ভারতের টেস্ট ভাগ্যের ছক

নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী এষা গুপ্তার সঙ্গে ঘনিষ্ঠতা! প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন হার্দিক পান্ডিয়ার ‘প্রাক্তন’

ad

আরও পড়ুন: