SrabantiChatterjee BirthdayCelebration
ক্লাউড টিভি ডেস্ক : টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন মানেই ভক্ত ও ঘনিষ্ঠদের ভিড়। বুধবার (১৩ আগস্ট) ছিল এই নায়িকার বিশেষ দিন, আর সকাল থেকেই একের পর এক শুভেচ্ছা ফোনে ভরে ওঠে তার বিলাসবহুল ইএম বাইপাস সংলগ্ন ফ্ল্যাট। জন্মদিন উপলক্ষে মঙ্গলবার রাত থেকেই তার বাড়িতে শুরু হয় অতিথিদের আনাগোনা—কেউ এনেছেন কেক, কেউ বা জমকালো উপহার, আবার কেউ স্রেফ ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে হাজির।
শ্রাবন্তী এ দিন নিজের জন্মদিনকে পুরোপুরি পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটাতে চেয়েছেন। কাজ, রাজনীতি বা সাম্প্রতিক বিতর্ক—কোনো কিছু নিয়েই কথা বলতে রাজি হননি তিনি। তার ভাষায়, “বিশেষ দিনে আমি শুধু প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতেই ভালোবাসি।”
অভিনেত্রী মজার ছলেই জানালেন, তার আসলে দুটো জন্মদিন। “একটা ১৩ আগস্ট, যেদিন আমি জন্মেছি। আরেকটা ১৪ আগস্ট, যেদিন আমি মা হয়েছি। ওই দিন আমার ছেলে ঝিনুকের জন্মদিন। তার পরদিনই তো স্বাধীনতার দিন—তিন দিনেরই উৎসব চলে আমাদের বাড়িতে,” হাসতে হাসতে বলেন শ্রাবন্তী।
পিছিয়ে যাচ্ছে রিংকু–প্রিয়ার বিয়ে, নতুন তারিখ ২০২৬–র ফেব্রুয়ারিতে?
ইন্দিরাকে ছাড়িয়ে মোদির নতুন রেকর্ড: দ্বিতীয় দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী ভারত ইতিহাসে
শ্রাবন্তীর জন্মদিন মানেই জমজমাট ভোজ। তার প্রিয় খাবারের তালিকায় রয়েছে পাঁঠার মাংস ও ইলিশ মাছ, আর এবছরও তার ব্যতিক্রম হয়নি। নিজেই বলেছেন, “আমার এটা স্পাইসি জন্মদিন!” বিশেষ দিনে মা, বাবা ও দিদি ছিলেন তার সঙ্গেই, ফলে আনন্দ ছিল দ্বিগুণ।
দিনভর কেক কাটা, ছবি তোলা, খাওয়া-দাওয়া আর হাসি-আনন্দে মেতে ছিলেন শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। একাধিক টলিউড তারকাও বার্তা পাঠিয়ে বা ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন।
এইভাবে ব্যক্তিগত আনন্দের মধ্যেই কাটল টলিউডের এই নায়িকার জন্মদিন, যা তার জন্য শুধুই ভালোবাসা, পরিবার ও প্রিয় খাবারের আনন্দে ভরা ছিল।
আরও পড়ুন :
বন্ধুত্ব থেকে বিয়ে, তারপর ৫২৭ কোটি টাকার রেকর্ড ভাঙা ডিভোর্স—হৃতিক-সুজানের কাহিনি