Breaking News

SusmitaSabyasachiSplit

টালিপাড়ায় ফের বিচ্ছেদ, ভেঙে যাচ্ছে সুস্মিতা রায় ও সব্যসাচী চক্রবর্তীর দাম্পত্য জীবন

ছোট পর্দার প্রাক্তন অভিনেত্রী সুস্মিতা রায় এবং ইউটিউবার সব্যসাচী চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। ‘কূটনী বৌদি’ হিসেবে জনপ্রিয় এই দম্পতির দাম্পত্যে দীর্ঘদিন ধরেই ছিল টানাপোড়েন, যা অবশেষে গড়াল বিচ্ছেদে।

SusmitaSabyasachiSplit: A Shocking Announcement %%page%% %%sep%% %%sitename%%

SusmitaSabyasachiSplit

ক্লাউড টিভি ডেস্ক : টালিপাড়ায় আবারও এক দাম্পত্য সম্পর্কের ইতি। ছোট পর্দার পরিচিত মুখ ও এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায় এবং তার স্বামী ইউটিউবার ও অভিনেতা সব্যসাচী চক্রবর্তী—চিরচেনা ‘কূটনী বৌদি’ নামে পরিচিত এই দম্পতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন তাদের বিচ্ছেদের (SusmitaSabyasachiSplit) খবর।

দীর্ঘদিন ধরে এই দম্পতির মধ্যে টানাপোড়েনের গুঞ্জন ঘুরছিল সোশ্যাল মিডিয়ায়। একসঙ্গে প্রকাশ্যে না দেখা যাওয়া, সায়ক চক্রবর্তীর ব্লগে সুস্মিতার অনুপস্থিতি, এবং সম্পর্কের আভাসহ নানা ইঙ্গিতই তৈরি করেছিল বিচ্ছেদের জল্পনা।

অবশেষে মাসের শুরুতে সুস্মিতার জন্মদিনে সব্যসাচী সোশ্যাল মিডিয়ায় লেখেন,

“জন্মদিনে আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভালো থাকিস। নতুন অধ্যায় ভালো হোক। আমরা আলাদা হচ্ছি। কিছু বিষয় মেলেনি, মন খারাপ দু’পক্ষেই। তবে সেটা কাটিয়ে যেন এগিয়ে যেতে পারি।”

এই পোস্টের প্রতিক্রিয়ায় সুস্মিতা লেখেন,

“এটা আমাদের দুজনের সম্মিলিত সিদ্ধান্ত। আমরা একে অপরকে সম্মান করি। আমাদের সিদ্ধান্তকে দয়া করে সম্মান জানাবেন। এটাই জন্মদিনে আপনাদের কাছে আমার একমাত্র চাওয়া।”

দুজনেই তাদের বক্তব্যে বুঝিয়ে দেন, সম্পর্কের ইতি কষ্টকর হলেও তা পরস্পরের প্রতি সম্মান রেখেই হয়েছে।

জনপ্রিয় মুখ থেকে ‘ব্যক্তিগত জীবন’-এর কেন্দ্রে

সুস্মিতা রায় বাংলা টেলিভিশনের বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি অভিনয় থেকে বিরত থেকে ব্যবসার দিকে ঝুঁকেছেন।
অন্যদিকে সব্যসাচী চক্রবর্তী সায়ক চক্রবর্তীর দাদা হওয়ায় এবং ইউটিউব ব্লগে ‘কূটনী বৌদি’ হিসেবে অংশগ্রহণ করায় ভিন্ন পরিচিতি তৈরি করেন। তাদের যুগল রসায়ন দর্শকদের কাছেও ছিল দারুণ জনপ্রিয়।

Mr. Right-এর সঙ্গে এনগেজড ঋতাভরী! বললেন, ‘হ্যাঁ’—চিরদিনের ভালবাসার জন্য

স্কুল শিক্ষক, ঝাড়ুদার, বিক্রেতা—বিশ্বকাপে খেলছে এক ‘অসাধারণ’ দল: অকল্যান্ড সিটি এফসি

 দাম্পত্যে ছিল অন্ধকারের ছায়া

২০১৮ সালে তাদের ঘরোয়া বিয়ে হয়। ভালোবাসার সম্পর্কের ভিত ছিল দৃঢ়, এমনকি চিকিৎসকের ভুলে প্রথম সন্তান হারানোর যন্ত্রণাও একসঙ্গে সয়েছেন তারা।
তবে জীবনের ধারায় সেই সম্পর্কেই এসেছে চিড়। ব্যক্তিগত মতবিরোধ ও মানসিক দূরত্ব যে শেষপর্যন্ত বিচ্ছেদে গড়াবে, তা এবার স্পষ্ট করেই জানালেন দুজনেই।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সুস্মিতা জানান, তিনি এখনও মা হতে চান। ব্যক্তিগতভাবে এই বিচ্ছেদ তার সেই আকাঙ্ক্ষাকে কতটা প্রভাবিত করবে তা এখন সময়ই বলবে।

আরও পড়ুন :

কমল বাণিজ্যিক গ্যাসের দাম, কলকাতায় ৫৮ টাকার ছাড়—কিন্তু গৃহস্থের হেঁশেলে নেই স্বস্তি

‘কৌশলগত মিত্র’ ভারতের প্রশংসা করল হোয়াইট হাউস, মোদি-ট্রাম্প সম্পর্ক নিয়েও মন্তব্য

ad

আরও পড়ুন: