Breaking News

Suvosmita Mukherjee

মায়ের স্বপ্নপূরণে সব সঞ্চয় খরচ করলেন শুভস্মিতা, নতুন জীবনের পথে সাহসী সিদ্ধান্ত!

“আমি বড় হয়ে গিয়েছি, অভিনয়ে ব্যস্ত। আমার মা একা হয়ে পড়েছেন। তিনি অনেক দিন ধরেই কিছু করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাই আমি এই উদ্যোগ নিয়েছি।”

Suvosmita Mukherjee Opens Nail Art Salon %%page%% %%sep%% %%sitename%%

Suvosmita Mukherjee

ক্লাউড টিভি ডেস্ক : বিনোদন দুনিয়ার পেশাদার জীবন অনিশ্চিত। সাফল্যের শীর্ষে থাকলেও, মাঝে মাঝে দীর্ঘ সময় উপার্জনহীন থাকতে হয় তারকাদের। তাই অনেকেই বিকল্প উপার্জনের পথ খুঁজে নেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ‘হরগৌরী পাইস হোটেল’-এর জনপ্রিয় অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায় (Suvosmita Mukherjee)।

সম্প্রতি শুভস্মিতা জানান, গত আড়াই বছরের সমস্ত সঞ্চয় দিয়ে তিনি তাঁর মা লোপামুদ্রা মুখোপাধ্যায়ের জন্য একটি নেল আর্ট সালোঁ খুলেছেন। এই উদ্যোগের জন্য ইতোমধ্যেই খরচ হয়েছে চার লক্ষ টাকারও বেশি! ভবিষ্যৎ না ভেবেই সমস্ত সঞ্চয় ব্যয় করার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমি বড় হয়ে গিয়েছি, অভিনয়ে ব্যস্ত। আমার মা একা হয়ে পড়েছেন। তিনি অনেক দিন ধরেই কিছু করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাই আমি এই উদ্যোগ নিয়েছি।”

শুধু মায়ের ইচ্ছা পূরণই নয়, ভবিষ্যতে আর্থিক সুরক্ষার দিকটিও ভেবেছেন শুভস্মিতা (Suvosmita Mukherjee)। তাঁর মতে, বিনোদন দুনিয়ার অনেকেই এখন বিকল্প উপার্জনের পথ বেছে নিচ্ছেন। অভিনেত্রী বলেন, “এই সালোঁ ভবিষ্যতে আমারও কাজে আসবে। অনেক তারকাই অভিনয়ের পাশাপাশি অন্য ব্যবসা শুরু করেছেন। আমিও সেই পথেই হাঁটলাম।”

শুভস্মিতার ব্যক্তিগত জীবনও সহজ ছিল না। ছোটবেলায় মা-বাবার বিচ্ছেদ দেখেছেন, সংসার চালানোর জন্য একাধিক লড়াই করতে হয়েছে তাঁকে। তবে এতকিছুর পরও তিনি আত্মবিশ্বাসী।

তিনি আরও বলেন, “আমি জানি, জীবন কখনও থেমে থাকে না। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজ আমি এই জায়গায় পৌঁছেছি। মা আর দিদা আমার জীবনের দুই প্রধান শক্তি। তাঁদের পাশে দাঁড়ানোর জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। হয়তো সামনে আরও অনেক বাধা আসবে, কিন্তু আমি প্রস্তুত।”

দিন কয়েক আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। গ্যাসট্রিকের ক্ষত ও ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি। তবে এখন অনেকটাই সুস্থ। শারীরিক সমস্যার মধ্যেও তিনি নিজের স্বপ্নের পথ থেকে বিচ্যুত হননি। বরং, কঠিন সময় তাঁকে আরও শক্তিশালী করেছে।

টেনিসের রংটা এখন বদলে গেছে

“কার্তিক আরিয়ান ও শ্রীলীলার রোমান্সে সোশ্যাল মিডিয়ায় ঝড়, ভাইরাল দার্জিলিংয়ের রোমান্টিক মুহূর্ত!”

অভিনয়ে ফেরার পরিকল্পনা নিয়ে শুভস্মিতা (Suvosmita Mukherjee) বলেন, “আমি হতাশ নই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজের সুযোগ হারালেও জানি, বড় পর্দা, ছোট পর্দা কিংবা ওয়েব সিরিজ— কোথাও না কোথাও সুযোগ পাবই।” তিনি মনে করেন, কঠোর পরিশ্রমের মাধ্যমেই তিনি নিজের স্বপ্নপূরণ করতে পারবেন।

ভক্তরা এখন অপেক্ষায় রয়েছেন কবে আবার ছোট পর্দায় ফিরবেন শুভস্মিতা। অভিনয়ের পাশাপাশি তাঁর নতুন ব্যবসায়িক উদ্যোগ কেমন সফল হয়, সেটাও দেখার বিষয়! এই উদ্যোগ শুধু তাঁর মায়ের স্বপ্নপূরণই নয়, বরং শুভস্মিতার নিজের ভবিষ্যতের জন্যও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই কঠিন পথচলায় তিনি কি সফল হবেন? সময়ই সেই উত্তর দেবে। তবে একথা নিশ্চিত, নিজের এবং মায়ের জন্য লড়াই চালিয়ে যেতে তিনি প্রস্তুত।

আরও পড়ুন :

মে মাসে শুরু হচ্ছে ‘পুষ্পা ৩’-এর শুটিং: জানালেন আল্লু অর্জুন!

“কার্তিক আরিয়ান ও শ্রীলীলার রোমান্সে সোশ্যাল মিডিয়ায় ঝড়, ভাইরাল দার্জিলিংয়ের রোমান্টিক মুহূর্ত!”

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: