Breaking News

Swara Bhaskar Daughter

স্বরা ভাস্করের মেয়ে কোন ধর্মের পথে? খোলাখুলি জানালেন অভিনেত্রী

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর বরাবরই তাঁর ব্যক্তিগত জীবন এবং স্পষ্ট বক্তব্যের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন

Swara Bhaskar Daughter: A Blended Religion Approach %%page%% %%sep%% %%sitename%%

Swara Bhaskar Daughter

ক্লাউড টিভি ডেস্ক  : বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর বরাবরই তাঁর ব্যক্তিগত জীবন এবং স্পষ্ট বক্তব্যের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। বিশেষ করে, ভিন্ন ধর্মের মানুষকে বিয়ে করার পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না তাঁর। স্বরা ও তাঁর স্বামী ফাহাদ আহমেদ সম্প্রতি জানিয়েছেন, তাঁদের মেয়ে রাবিয়াকে রামা আহমেদকে কোন ধর্মের (Swara Bhaskar Daughter) রীতি মেনে বড় করছেন তাঁরা।

সব ধর্মের আদর্শ মেনে চলাই সিদ্ধান্ত

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বরা বলেন, ‘‘আমি কোনো কিছুতেই অবিশ্বাসী নই। রাবিয়ার জন্মের পর আমি ও ফাহাদ সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা সব ধর্মের আচার-অনুষ্ঠান পালন করব।’’ তিনি আরও মজার ছলে বলেন, ‘‘আমি তো ফাহাদকে বলেছিলাম, খ্রিস্টানদের মধ্যে কোনো বিশেষ আচার আছে কি না, সেটাও জানি না!’’

স্বরা জানান, তাঁর শৈশবে বাবা-মা তাঁকে রামায়ণ ও মহাভারতের গল্প শোনাতেন, যা তাঁকে তাঁর সংস্কৃতির সঙ্গে সংযুক্ত থাকতে সাহায্য করেছিল। একইভাবে, তিনি চান তাঁর মেয়েও সব ধর্মের (Swara Bhaskar Daughter) সঙ্গে পরিচিত হোক।

রাজনীতির মঞ্চ থেকে বলিউডে আত্মপ্রকাশ দীপ্সিতার! নতুন অবতারে ‘জিদ্দি গার্ল’

পাকিস্তানের পাঞ্জাবের কলেজে ‘ভারতীয় নাচ-গান’ নিষিদ্ধ

মেয়ের জন্য প্রার্থনা করেন ফাহাদ

সাক্ষাৎকারে স্বরা আরও জানান, ‘‘তাঁর মেয়ে যখন অসুস্থ হয় বা সর্দি-কাশি হয়, আমি ফাহাদকে বলি, দোয়া পড়তে।’’ অর্থাৎ, তাঁদের সন্তান ধর্মীয় (Swara Bhaskar Daughter) বিভাজনের ঊর্ধ্বে থেকেই বেড়ে উঠছে।

উৎসবের কারণে ট্রোলড স্বরা

সম্প্রতি দোল উৎসবে রঙ খেলেননি স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ। এর পরই নেটিজেনদের একাংশ অভিনেত্রীকে ট্রোল করতে শুরু করেন। উত্তরে স্বরা জানান, ‘‘আমাদের ঐতিহ্য হল কাউকে উৎসবে যোগ দিতে বাধ্য না করা।’’ যেহেতু এ বছর দোল রমজান মাসের মধ্যে পড়েছিল, তাই সম্ভবত রোজার কারণেই ফাহাদ রঙ খেলেননি বলে ধারণা করা হচ্ছে।

ধর্মের ঊর্ধ্বে নতুন প্রজন্ম

স্বরা ও ফাহাদের সিদ্ধান্ত স্পষ্ট—তাঁরা তাঁদের মেয়েকে নির্দিষ্ট কোনো ধর্মের (Swara Bhaskar Daughter) গণ্ডিতে আটকে রাখতে চান না। বরং, সব সংস্কৃতি ও আচার-অনুষ্ঠান সম্পর্কে জানার সুযোগ করে দেবেন। বলিউডে এমন দৃষ্টান্ত নতুন নয়, তবে স্বরা ভাস্করের মতো স্পষ্টবাদী ব্যক্তিত্বের মুখে এই বার্তা নতুন মাত্রা যোগ করেছে।

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: