Breaking News

SwastikaMukherjee

আর কোনও প্রিমিয়ারে নয়: স্পষ্ট সিদ্ধান্তে স্বস্তিকা মুখোপাধ্যায়

নিজের ছবিও এখন থেকে টিকিট কেটে হলে গিয়ে দেখবেন, ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মানকে অগ্রাধিকার

SwastikaMukherjee: Why She Declines Premieres %%page%% %%sep%% %%sitename%%

SwastikaMukherjee

কলকাতা: টলিউডের বলিষ্ঠ কণ্ঠ এবং স্পষ্টবাদী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (SwastikaMukherjee) আর কোনও সিনেমার প্রিমিয়ার শোতে অংশ নেবেন না, এমন সিদ্ধান্ত জানিয়ে দিলেন নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে। নিজের ছবি হোক কিংবা অন্য কারও—এই সিদ্ধান্ত তাঁর সর্বজনীন।

এই ঘোষণা যেমন একদিকে সিনেমাপ্রেমীদের চমকে দিয়েছে, তেমনই ইন্ডাস্ট্রির অভ্যন্তরে জোর আলোচনা তৈরি করেছে।

“দেখনদারিতে নয়, সম্মানে বিশ্বাসী”

স্বস্তিকা (SwastikaMukherjee) লেখেন, “আমি এখন থেকে আর কোনও ছবির প্রিমিয়ারে যাব না। নিজের ছবিরও না, পরের ছবিরও না।”
এই ঘোষণার পেছনে কারণ হিসেবে তিনি জানান, প্রিমিয়ারে যাওয়া বা না যাওয়ায় সাধারণ দর্শকের সিনেমা দেখার সিদ্ধান্তে কোনও প্রভাব পড়ে না। তাঁরা সিদ্ধান্ত নেন ট্রেলার, টিজার বা পোস্টার দেখে, বা কলাকুশলীদের দেখে।

“আমরা যথেষ্ট প্রচার করি, সেটাই যথেষ্ট,” জানান তিনি।

মূল কৃতিদের প্রাপ্য সম্মান কোথায়?

এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে স্বস্তিকা ইন্ডাস্ট্রির ভেতরের একটা বড় অসাম্যকে তুলে ধরেছেন—প্রিমিয়ারে প্রকৃত পরিশ্রমী ক্রিউদের ডাক না পাওয়া।
তিনি লিখেছেন, “যে প্রোডাকশন দাদারা গরমে গ্লুকোজ এনে দিল, রাতে ঠান্ডা পানীয় আনতে ছুটল, তাদের আমন্ত্রণ করাটা প্রয়োজনীয়।”
তার বদলে দেখা যায় শুধুমাত্র মুখচেনা HOD বা তারকাদের আমন্ত্রণ জানানো হয়।

তিনি বাবার সঙ্গে বহু সিনেমার স্ক্রিনিং-এ গিয়ে দেখেছেন, যেখানে সবাইকে আমন্ত্রণ জানানো হত—পরিচালক থেকে জামাকাপড় ইস্ত্রি করা মানুষ পর্যন্ত।

“পাপারাজ্জির শহরে” হাঁফিয়ে ওঠা

একটা বড় ক্ষোভ স্বস্তিকার (SwastikaMukherjee) অতিরিক্ত সোশ্যাল কনটেন্ট ক্রিয়েটরদের উপস্থিতি ও আচরণ নিয়ে। তিনি লিখেছেন,
“কে মিডিয়া, কে ব্লগার, কে ইনফ্লুয়েন্সার বোঝার উপায় নেই। সবাই গায়ের ওপর উঠে পড়ছে, কেউ যদি ফোনটা নাকের ফুটোর মধ্যে ঢুকিয়ে দেয়, সেটাই যেন ‘বেস্ট রিল’!”
সম্প্রতি ট্রেলার লঞ্চে এক কন্টেন্ট ক্রিয়েটরের ধাক্কায় পড়ে যাওয়ার ঘটনাও তুলে ধরেছেন তিনি।

এই অব্যবস্থাপনা এবং দায়িত্বজ্ঞানহীন পরিবেশেই তাঁর ক্লান্তি ও বিরক্তির কারণ।

“আমি বাউন্সার নিয়ে সিনেমা দেখতে পারি না”

ব্যক্তিগত নিরাপত্তার অভাব আর ঠ্যালা-ধাক্কার পরিবেশে সিনেমা দেখতে যাওয়া তাঁর কাছে এখন আর উপভোগের বিষয় নয়।
তিনি সাফ বলেন, “আমি বাউন্সার নিয়ে ঘুরতে অক্ষম, সক্ষম হতেও চাই না।”
তাই ভবিষ্যতে যেকোনও সিনেমা, এমনকি নিজের কাজ করা ছবিও তিনি টিকিট কেটে দেখবেন, প্রিমিয়ারে যাবেন না।

একটি ব্যক্তিগত, কিন্তু সাহসী সিদ্ধান্ত

স্বস্তিকা স্পষ্ট করেছেন, এটি তাঁর একান্ত ব্যক্তিগত মত ও সিদ্ধান্ত।
যারা তাঁকে ভবিষ্যতে কোনও প্রিমিয়ারে আমন্ত্রণ জানাতে চান, তাদের উদ্দেশ্যে বলেন, “মুখের ওপর না বলতে না পারলে, হাসিমুখে কাটিয়ে দেব।”
তবে তিনি প্রতিশ্রুতি দেন, যেসব ছবিতে তিনি কাজ করবেন, সেগুলির প্রচারে তিনি সর্বস্ব দিয়ে চেষ্টা করবেন।

পুমার সঙ্গে পথচলা শেষ, এবার নিজের ব্র্যান্ড ‘ওয়ান৮’ নিয়ে নতুন মিশনে বিরাট কোহলি

বঙ্গজয়ে বিজেপির ভরসা সেই হিন্দুত্ব-মমতা বিরোধিতায়, ২৬ এ চিড়ে ভিজবে?

সমাপ্তি নয়, প্রতিবাদের ভাষা

স্বস্তিকার এই পোস্ট অনেকের চোখ খুলে দিয়েছে। ইন্ডাস্ট্রির অনেক অজানা-কিন্তু-চিরচেনা সমস্যাকে তুলে ধরেছে তাঁর কথায়।
শুধু তিনি নন, আরও অনেক শিল্পী বা কলাকুশলী হয়তো তাঁর মতোই কিছু বলতে চেয়েছেন—কিন্তু সাহস পাননি।

এই ঘোষণা শুধু একটি না যাওয়ার সিদ্ধান্ত নয়, এটি একপ্রকার মৌন প্রতিবাদ, একপ্রকার জোরালো বার্তা—সম্মানহীন আলো নয়, কৃতজ্ঞ অন্ধকারই ভালো।

#SwastikaMukherjee #NoMorePremiereShows #TollywoodVoices #RespectTheCrew #CelebrityBoundaries #PremiereCulture #KolkataCinema #SwastikaSpeaks #BengaliCinemaNews #EntertainmentWithRespect

আরও পড়ুন :

কাকা-ভাইঝির রোমান্স দেখলে সমাজে ভুল বার্তা যাবার অজুহাতে করিশ্মা বাদ পড়েন ‘হেন্না’ ছবি থেকে

ফাওয়াদ খানের প্রত্যাবর্তনে বিতর্কের ঝড়, ‘আবির গুলাল’ মুক্তি কি আটকে যাবে?

ad

আরও পড়ুন: