Breaking News

Thakurpukur Accident

ঠাকুরপুকুর দুর্ঘটনা: ঋতুপর্ণা সেন মুখ খুললেন, বললেন ‘আমি ট্রমার মধ্যে আছি’

এই ঘটনায় একজনের মৃত্যু হয়, আহত হন আরও অনেকে

Thakurpukur Accident: What We Know So Far %%page%% %%sep%% %%sitename%%

Thakurpukur Accident

ক্লাউড টিভি ডেস্ক : ঠাকুরপুকুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার (Thakurpukur Accident) পর মুখ খুললেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেন (ঋ)। রবিবার সকালে দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর বাজার এলাকায় একটি বিএমডব্লিউ গাড়ি পথচারীদের ধাক্কা মারে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়, আহত হন আরও অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল এবং আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এই ঘটনায় (Thakurpukur Accident) প্রথম থেকেই গাড়িতে কারা ছিলেন, কে চালাচ্ছিল, তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দুর্ঘটনার ভিডিও। ক্ষোভে ফেটে পড়ে নেটপাড়া। এই গাড়িতে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন, পরিচালক ভিক্টো ও সান বাংলার কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু।

পরের বার তাকে আর কেউ বেঙ্কটেশ বলে ডাকা যাবে নাl ডক্টর বেঙ্কটেশ আইয়ার (venkatesh iyer) বলে সম্বোধন করতে হবে

ভাড়া বাড়িতে থাকা টিম ইন্ডিয়ার অলরাউন্ডার নিতিশ কুমার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করে বাবার চোখের জল মুছিয়ে দিলেন

অবশেষে এই ঘটনার পর মুখ খুলেছেন ঋ। জানিয়েছেন, “দুর্ভাগ্যবশত আমি ওই গাড়িতেই ছিলাম, যখন দুর্ঘটনাটা ঘটে। আমি কোনও রকম নেশা করিনি, আমি কখনও করি না। গাড়ি চালাতেও পারি না। তাই আমাকে বাড়ি পৌঁছে দেবে বলেছিলেন পরিচালক ভিক্টো। ড্রাইভার ছিল না, তাই ভিক্টো নিজেই গাড়ি চালাচ্ছিলেন। সেই সময়ই এই মর্মান্তিক ঘটনা ঘটে।”

ঋ বলেন, “দুর্ঘটনার পর মাথা কাজ করছিল না, ভীষণ ভয় পেয়ে যাই। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ি। স্থানীয় কিছু মানুষ আমায় সাহায্য করেন। চিনতে পেরেছিলেন কিনা জানি না, তবে তাঁরা আমাকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেন।”

এই প্রশ্নে যে পুলিশ তাঁর সঙ্গে যোগাযোগ করেছে কি না, ঋ জানান, “না, এখনও পুলিশ আমার সঙ্গে যোগাযোগ করেনি। তবে যোগাযোগ করলে আমি অবশ্যই সহযোগিতা করব। আমি নেশাগ্রস্ত ছিলাম না, কিন্তু মানসিকভাবে এখনও ট্রমার মধ্যে আছি।”

অন্যদিকে, এই ঘটনার (Thakurpukur Accident) সূত্রে পরিচালক ভিক্টো ও প্রযোজক শ্রিয়া বসুকে ঘিরে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখান। তাদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছে।

সূত্রের খবর, সিরিয়াল ‘ভিডিও বৌমা’র ভালো রেটিং পাওয়ার কারণে একটি পানশালায় উদযাপন চলছিল। অভিনেতা আরিয়ান ভৌমিক জানান, তিনি সেই পার্টিতে উপস্থিত ছিলেন, তবে নিজের গাড়ি করে বাড়ি ফিরে যান। পরে তাঁর বাড়িতে ফের একটি আড্ডা জমে, সেখান থেকেই বেরিয়ে আবার ওই গাড়ি দুর্ঘটনার দিকে এগোয়।

এই দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তবে সোশ্যাল মিডিয়ায় চাপ বাড়ছে ঘটনার দ্রুত ও কঠোর তদন্তের দাবি নিয়ে।

এই ঘটনার পর ফের একবার প্রশ্ন উঠছে টলিপাড়ার কিছু তারকার ‘লাইফস্টাইল’ ও দায়িত্বজ্ঞান নিয়ে।
টলিউডে ঝড় তুলেছে ঠাকুরপুকুরের এই দুর্ঘটনা। নিহতের পরিবার এখনও শোকস্তব্ধ, আর আহতদের চিকিৎসা চলছে।

ঋর মতো একজন জনপ্রিয় অভিনেত্রী যদি এই দুর্ঘটনার মধ্যে থেকেও বেঁচে যেতে পারেন, তাহলে তাঁর ট্রমার কথাও গুরুত্ব পেতে বাধ্য। তবে নিহত পথচারীর পরিবারের কাছে এটা শুধুই একটা দুর্ঘটনা নয়, এক চিরন্তন ক্ষতি।

আরও পড়ুন :

ভারত সহ ১৩ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা সৌদির

এশিয়ার কোন কোন দেশের ওপর কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: