Breaking News

Trending Bollywood Controversy

যদি অমিতাভ বচ্চন পারে, আমি কেন পারব না?

“না আমি ওর বাবা, না প্রেমিক” — স্পষ্ট ভাষায় জবাব দিলেন আমির খান, ফাতিমা সানা শেখের সঙ্গে পর্দার রোমান্স নিয়ে চলা বিতর্কে। ‘দঙ্গল’-এর পর ‘ঠগস অফ হিন্দোস্তান’-এ জুটিবদ্ধ হওয়া নিয়ে উঠেছিল প্রশ্ন।

Trending Bollywood Controversy Surrounds Amir Khan %%page%% %%sep%% %%sitename%%

Trending Bollywood Controversy

ক্লাউড টিভি ডেস্ক :বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে পরিচিত আমির খান সম্প্রতি ফের শিরোনামে (Trending Bollywood Controversy)। ২০১৮ সালের বড় বাজেটের ছবি –Thugs of Hindostanএ তাঁর সহ-অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে রোমান্টিক দৃশ্য নিয়ে এক সময় উঠেছিল প্রবল বিতর্ক। কারণ? তার আগে Dangal-এ ফাতিমা অভিনয় করেছিলেন আমিরের কন্যার ভূমিকায়। দর্শকদের একাংশ একে ‘অস্বস্তিকর’ বলেই মেনে নিতে পারেননি।

এই প্রসঙ্গে এবার মুখ খুললেন আমির খান নিজেই। The Lallantop-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“না আমি ওর বাবা, না ওর প্রেমিক। অভিনয়ে এমন চরিত্র নিতেই হয় যা বাস্তব জীবনের সঙ্গে মিল খায় না।”

তিনি আরও বলেন,
“ও (ফাতিমা) একজন অভিনেত্রী, আমিও তাই। আমরা চরিত্র অনুযায়ী অভিনয় করি। বাস্তবের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না।”

আমির খানের বক্তব্য অনুযায়ী, পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য এবং প্রযোজক আদিত্য চোপড়া প্রথমে এই চরিত্রটির জন্য বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে যোগাযোগ করেন। দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর — প্রত্যেকেই এই রোল ফিরিয়ে দেন, সম্ভবত ‘দঙ্গল’-এর পর ফাতিমার সঙ্গে রোমান্সের ভাবনাটিই তাঁদের আপত্তির কারণ ছিল।

শেষমেশ ফাতিমা সানা শেখকেই বেছে নেওয়া হয়।

এত চর্চার মধ্যেও, ঠগস অফ হিন্দোস্তান বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়ে। ছবিতে ছিলেন বলিউডের SUPERSTAR অমিতাভ বচ্চন এবং ক্যাটরিনা কাইফ। তবু ছবি মন জয় করতে ব্যর্থ।

কৌন বনেগা ক্রোড়পতি ছাড়ছেন অমিতাভ বচ্চন? পরবর্তী সিজনে সঞ্চালক হিসেবে কার নাম উঠে আসছে!

যে সিনেমায় অভিনয় করতে একটি টাকাও নেননি অমিতাভ

আমির নিজেও ছবির ব্যর্থতা মেনে নেন। জানান,
“আমি ভিন্নমত ছিলাম, পরিচালক ও প্রযোজকের পছন্দে মত না মেলায় আমার অসন্তুষ্টি ছিল। তবে শেষমেশ আমি সিদ্ধান্তকে মান্যতা দিয়েছিলাম।”

 আমির মনে করিয়ে দেন,
“অমিতাভ বচ্চন এক ছবিতে RAKHI GULZARএর প্রেমিক ও অন্য ছবিতে তাঁর ছেলে হিসেবে অভিনয় করেছেন। তাহলে আমার ক্ষেত্রে এত হইচই কেন?”

এই মন্তব্যই প্রমাণ করে, আমির এখন আর চুপ করে থাকবেন না। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, অভিনেতা হিসেবে রোল নির্বাচন বাস্তবের সঙ্গে মেলানো অনুচিত।

এই বক্তব্য সামনে আসতেই ফের চর্চার কেন্দ্রে আমির-ফাতিমার ‘অনস্ক্রিন কেমিস্ট্রি’। সোশ্যাল মিডিয়ায় একদল বলছেন,
“অভিনেতা হিসেবেই বিচার হওয়া উচিত”
আবার অন্য দল বলছেন,
“দঙ্গল-এর পর এটা ঠিক ছিল না।”

আরও পড়ুন :

সাত বছরের আইনি লড়াই শেষে হাসিন জাহান পেলেন ন্যায়বিচার

অবশেষে মানোলো মার্কোয়েজের বিদায়: ভারতের ফুটবল দল নতুন কোচের সন্ধানে

ad

আরও পড়ুন: