ViratKohli AnushkaSharma LondonSpotted
ক্লাউড টিভি ডেস্ক: ক্রিকেট মাঠের বাইরে কিছুটা প্রশান্তির সময় কাটাতে স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে লন্ডনে রয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। ব্যক্তিগত পরিসরে সময় কাটানোর উদ্দেশ্যেই এ সফর বলে জানা গেছে। তবে বিদেশের মাটিতেও যেন রেহাই নেই মিডিয়া-চাহিদার হাত থেকে। লন্ডনের এক রাস্তার ভিডিও, যেখানে বিরাট-অনুশকা হেঁটে যাচ্ছেন (ViratKohli AnushkaSharma LondonSpotted), তা ছড়িয়ে পড়তেই শুরু হয় চর্চা। তবে ওই ভিডিওর থেকেও বেশি আলোচনায় উঠে আসে বিরাট কোহলির প্রতিক্রিয়া—যা ছিল তীক্ষ্ণ ও কড়া।
লন্ডনের রাস্তায় স্ত্রীর সঙ্গে হাঁটছিলেন কোহলি। হঠাৎ এক ব্যক্তি দূর থেকে লুকিয়ে তাদের ভিডিও করতে শুরু করেন। এই আচরণ বিরাটের নজরে আসে এবং তখনই তিনি পিছনে ঘুরে কড়া চোখে তাকান ওই ব্যক্তির দিকে। ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যায়, বিরাট এ ধরনের আচরণে একেবারেই অস্বস্তিতে ছিলেন।
কোথায় আছেন আয়াতুল্লাহ খামেনি? যুদ্ধের পর জনসমক্ষে অনুপস্থিত, জল্পনা তুঙ্গে
ভিডিওতে তার ‘চোখ রাঙানো’ দেখে স্পষ্ট বোঝা যায়, ব্যক্তিগত মুহূর্তে হঠাৎ ক্যামেরার উপস্থিতি তাকে বিরক্ত করেছে। যদিও তিনি কোনও আক্রমণাত্মক শব্দ ব্যবহার করেননি বা গায়ে পড়ে কিছু বলেননি, তবুও চোখের ভাষাতেই প্রকাশ করেন নিজের অসন্তোষ।
এর আগেও এক ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে বিরাট ও আনুশকাকে লন্ডনের একটি বেকারির বাইরে চুপচাপ বসে থাকতে দেখা যায়। সেখানে তাদের সন্তানদের দেখা যায়নি। এই ভিডিওটিও অনেকের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছিল, কিন্তু সেটি বিরাট বা আনুশকার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়ার জন্ম দেয়নি। তবে দ্বিতীয় ভিডিওতে লুকিয়ে ধারণ করার প্রচেষ্টা এবং ‘পিছনে পিছনে ভিডিও করা’—এই বিষয়টি বিরাটকে স্পষ্টত বিরক্ত করেছে।
বিরাট ও আনুশকা দু’জনেই নিজেদের ব্যক্তিগত জীবনকে মিডিয়ার ঝলকানি থেকে দূরে রাখতে চান বলেই বহুবার জানিয়েছেন। এমনকি সামাজিক মাধ্যমেও তারা সন্তানদের মুখ প্রকাশ না করে তাদের গোপনীয়তা বজায় রেখেছেন।
কোহলি একাধিকবার প্রকাশ্যে বলেছেন, “সেলেব্রিটি হওয়া মানে এই নয় যে প্রতিটি মুহূর্ত অন্যদের জন্য উন্মুক্ত থাকবে। ব্যক্তিগত জীবন বলে একটা জিনিস থাকা উচিত।”
এই অবস্থান থেকেই এবারও বিরাটের প্রতিক্রিয়া এসেছে বলে মনে করছেন নেটিজেনরা।
এ ঘটনা ঘিরে সামাজিক মাধ্যমে বিভক্ত প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, বিদেশে ছুটি কাটাতে গিয়ে বিরাট-অনুশকার মত তারকাদের কিছুটা ‘স্বাভাবিকভাবে বাঁচার অধিকার’ থাকা উচিত। অন্যদিকে কেউ কেউ মনে করছেন, আন্তর্জাতিক সেলেব্রিটি হলে কিছুটা ‘পাবলিক স্ক্রুটিনি’র মধ্যে থাকা অনিবার্য।
যদিও বিরাট বা আনুশকা কেউই এ ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও লিখিত বা ভিডিও বার্তা দেননি।
প্রসঙ্গত, অভিনেত্রী আনুশকা শর্মা বর্তমানে অভিনয় থেকে বিরতি নিয়েছেন। তবে খবরে আছে, তিনি শীঘ্রই ‘চাক দে এক্সপ্রেস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন। এখানে তাকে দেখা যাবে এক মহিলা ক্রিকেটারের চরিত্রে। ছবিটি ভারতীয় মহিলা ক্রিকেটের উত্থান ও সংগ্রামের পটভূমিতে নির্মিত হচ্ছে। অনেকেই মনে করছেন, ছবিটি আনুশকার ক্যারিয়ারে এক নতুন মোড় আনবে।
আরও পড়ুন :
‘আমি তোমায় ভীষণ ভালোবাসি, তারপর ক্ষোভ’ — হাসিন জাহানের শামিকে নিয়ে বিস্ফোরক পোস্ট
১২ দেশের ওপর নতুন শুল্কের ঘোষণা ট্রাম্পের, সোমবার জানানো হবে বিস্তারিত