Breaking News

SaptapadiOnStage

আজ মঞ্চে ‘সপ্তপদী’— সুচিত্রার ‘রিনা ব্রাউন’ হচ্ছেন পায়েল সরকার

মঞ্চে কৃষ্ণেন্দু চরিত্রে দীপ, রিনার মা হচ্ছেন দোলন রায় শোনা যাবে ‘এই পথ যদি না শেষ হয়’ গানটি

SaptapadiOnStage: A New Era in Theater %%page%% %%sep%% %%sitename%%

SaptapadiOnStage

ক্লাউড টিভি ডেস্ক : কলকাতা সুচিত্রা সেন মানেই বাংলার সিনে-ইতিহাসের এক চিরন্তন অধ্যায়। আর সেই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্র ‘রিনা ব্রাউন’ হয়ে আজ মঞ্চে উঠছেন পায়েল সরকার। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘সপ্তপদী’ অবলম্বনে আজ সন্ধ্যায় কলকাতায় মঞ্চস্থ হচ্ছে এই নাটক (SaptapadiOnStage)।

নির্দেশনায় রয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। সিনেমা থেকে এবার মঞ্চে ফিরছে এক কালজয়ী প্রেমকাহিনি। যেখানে উত্তমকুমার ও সুচিত্রা সেন ছিলেন পর্দার মুখ, সেখানে আজ মঞ্চে দেখা যাবে নতুন এক রূপে দীপ ও পায়েলকে।

সুচিত্রার মতো চরিত্রে নিজেকে কল্পনা করা কতটা কঠিন ছিল?

এক সাক্ষাৎকারে পায়েল বলেন,
“আগে কখনও সাহস পাইনি মঞ্চে এমন চরিত্রে অভিনয় করার। দর্শকদের প্রত্যাশা প্রচণ্ড। উজ্জ্বলদা দায়িত্ব নিয়েছেন বলেই সাহস করে রাজি হয়েছি।”

প্রস্তুতির সময় কি একাধিকবার দেখেছেন সুচিত্রার ‘সপ্তপদী’?
পায়েলের সোজাসাপটা উত্তর,
“না, একবারও দেখিনি। জানতাম আমি সুচিত্রা সেন হতে পারব না। তাই চরিত্রটা নিজের মতো করেই তৈরি করেছি।”

আজ মঞ্চে শোনা যাবে ‘এই পথ যদি না শেষ হয়’ গানটি। তবে লিপ নয়, থাকবে নেপথ্যে।

মহানায়িকা সুচিত্রা সেনকে হারানোর ১১ বছর

এক কিংবদন্তি ফাস্ট বোলারের মর্মান্তিক পরিণতি

পায়েলের কথায়,
“উত্তমকুমার থাকলে হয়তো ঠোঁটও মেলাতাম। তবে এবার শুধু আবহ হিসেবে থাকবে গানটা।”

‘সপ্তপদী’র (SaptapadiOnStage) অন্যতম আলোচিত দৃশ্য ‘ওথেলো’র মঞ্চায়ন। সিনেমায় যেখানে রিনা কৃষ্ণেন্দুর হাতে চুমু খান, মঞ্চে সেটা কীভাবে দেখানো হবে?

পায়েল বলেন,
“মঞ্চে তো আর সিনেমার মতো করে ঘনিষ্ঠ দৃশ্য দেখানো যায় না। তাই সংযত ভাবেই সেটা দেখানো হবে।”

আজকের নাটকে পায়েলের পাশাপাশি অভিনয় করবেন:

দীপ (কৃষ্ণেন্দু)

দোলন রায় (রিনার মা)

দুলাল লাহিড়ি (ছবি বিশ্বাসের চরিত্রে)

আজকের নাটক (SaptapadiOnStage) শুধুই অভিনয় নয়, এক দুঃসাহসী পা বাড়ানো। সুচিত্রা সেনের স্মৃতি, উত্তমকুমারের ছায়া— সব মিলিয়ে আজকের ‘সপ্তপদী’ বয়ে আনবে এক সাংস্কৃতিক আবেগ।

পায়েলের গলায় এখন একটাই প্রশ্ন ঘুরছে,
“আমি কি সত্যি পারব রিনা ব্রাউন হয়ে উঠতে?”

দর্শকই দেবেন তার উত্তর।

#CloudTVLive #SaptapadiOnStage #PayelAsRinaBrown #UjjwalChattopadhyay #BanglaNatok #KolkataCulture #SuchitraSenLegacy

আরও পড়ুন :

সৌদি সরকারের ঘোষণা: ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ করা যাবে না

আইপিএলে নতুন মালিঙ্গা, কে এই বোলার

ad

আরও পড়ুন: