জুবিন গর্গের শেষ ছবি ‘রই রই বিনালে’ আসামে ঝড় তুলল, ভোরবেলা শো-তে হাউসফুল! কান্নায় ভাসছে ভক্তরা

১ দিনে ১ কোটি পার, অসমের বক্স অফিসে ঝড় । জুবিন গর্গের শেষ চলচ্চিত্র ‘রই রই বিনালে’ মুক্তির পর আসামজুড়ে আবেগের স্রোত। ভোর থেকে থিয়েটারে হাউসফুল ভিড়। সরকার ছবির GST শিল্পী তহবিলে দান করার ঘোষণা দিয়েছে। ভক্তদের কান্না আর সঙ্গীতে পর্দা ঘিরে উৎসবের পরিবেশ।