AC Local Train
ক্লাউড টিভি ডেস্ক : কলকাতা ও শহরতলির যাত্রীদের জন্য একটি সুখবর! শীঘ্রই শিয়ালদা মেইন শাখায় চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন (AC Local Train)। এই নতুন পরিষেবা যাত্রীদের জন্য আরামদায়ক যাত্রার সুযোগ এনে দেবে। এসি ট্রেনে (AC Local Train) যাতায়াতের ফলে ভিড় কম থাকবে এবং যাত্রীরা আরও দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবেন।
গত বছরই শিয়ালদা বিভাগে এসি লোকাল ট্রেন চালানোর ঘোষণা করেছিল রেল। তার পর থেকে শুরু হয়েছে যাত্রীদের অপেক্ষা। বিশেষ করে সরকারি ও বেসরকারি দফতরের পদস্থ আধিকারিকরা এই পরিষেবার জন্য মুখিয়ে রয়েছেন। কিন্তু বছর ঘুরতে চললেও এখনও শিয়ালদায় এসে পৌঁছয়নি এসি রেক।পূর্ব রেল সূত্রে খবর, এসি লোকাল ট্রেনের রেক চেন্নাইয়ের ICF থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে। কয়েক দিনের মধ্যেই নারকেলডাঙা কারশেডে এসে পৌঁছবে। এরপর শুরু হবে ট্রায়াল রান।
ভাড়ার তালিকা কি হবে?
রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সোশ্যাল মিডিয়ায় শিয়ালদা থেকে কৃষ্ণনগরের এসি লোকাল ট্রেনের ভাড়ার তালিকা প্রকাশ করেছেন। শিয়ালদা থেকে কৃষ্ণনগরের ভাড়া ২৮০ টাকা (যাতায়াত) অর্থ্যাৎ একদিকের ভাড়া পড়বে ১৪০ টাকা। আর এই লাইনে মাসিক টিকিটের দাম ২৮১৫ টাকা।
এই নতুন ট্রেন চালু হলে শহরের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে, কারণ উচ্চ আয়ের যাত্রীরা স্থানীয় এলাকায় ফিরে আসবেন, যা গ্রামীণ ও মফস্বল অর্থনীতির উন্নতি ঘটাবে। নিত্যযাত্রীদের একাংশের মতে, শিয়ালদা লাইনের ট্রেনে অফিস টাইমে যে ভিড় হয় তা এড়াতে অনেকেই কলকাতায় গিয়ে ভাড়া থেকে কর্মস্থলে যান। যাতায়াতের এই আরামদায়ক ট্রেন চালু হলেই অনেকেই ফের বাড়ি থেকে যাতায়াত করবেন। ফলে তাদের কাছে বাড়ির ভাড়ার টাকাটা সাশ্রয় হবে। উচ্চ আয়ের এই সব ব্যক্তিদের খরচ করার ক্ষমতাও বেশি হওয়ায় এবং তারা ফের এলাকায় ফিরে এলে উপকৃত হবে গ্রামীণ ও মফস্বলের অর্থনীতি। এসি লোকাল ট্রেন চালু হলে যাত্রীদের জীবনযাত্রার মান উন্নত হওয়ার পাশাপাশি, শহরের অর্থনীতিতেও নতুন গতি আসবে বলে আশা করা যাচ্ছে। কবে আসবে এই ট্রেন তারই অপেক্ষায় রয়েছেন যাত্রীরা।
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS
আরও পড়ুন :
নজরুল তীর্থ এখন থেকে হয়ে গেল SVF সিনেমা: নতুন অধ্যায়ের সূচনা নিউটাউনে