arrest
যুবতীর আরও দাবি বাড়িতে মা-বাবা মারধর করতেন, তাই কাজ খুঁজতে সীমান্ত পেরিয়ে তিনি ভারতে ঢুকে পড়েন। এক আত্মীয়ের সাহায্য নিয়ে বসিরহাট হয়ে অবৈধ ভাবে এ দেশে আসেন যুবতী।
তারপরে ওই আত্মীয় যুবতীকে মুম্বই পৌঁছে দেন। সেখানে মাস তিনেক পরিচারিকার কাজও করেন যুবতী। এরপর বাংলাদেশে নিজের বাড়ি ফিরতে চেয়ে মুম্বই থেকে পালিয়ে ট্রেনে চেপে হাওড়া ফেরেন তিনি।
তাঁর দাবি, ফেরার সময়ে হাওড়া থেকে প্রথমে শিয়ালদহ আসেন, এরপর এনআরএসের সামনে ঘোরাঘুরি করছিলেন। যদিও ঘটনার সত্যি মিথ্যা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশি জেরায় এই তথ্য দিয়েছেন যুবতী। এর আগে ধরা পড়ার পর থেকে পুলিশকে বার বার বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন ওই যুবতী। বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে একাধিক বাংলাদেশি ভারতের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হয়েছেন। এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ধৃত বাংলাদেশী যুবতীকে রবিবার শিয়ালদহ আদালতে পেশ করা হয়। পুলিশের তরফে আদালতে জানানো হয়, উদ্দেশ্যহীন ভাবে ঘোরা ফেরা করছিলেন NRS হাসপতালের সামনে। মানুষের থেকে সাহায্য চাইছিলেন ওই যুবতী। পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে বাংলাদেশী নাগরিক। কোনও বৈধ নথি দেখাতে পারেননি। তদন্ত চলছে, তাই আপাতত জেলে পাঠানোর আবেদন জানানো হয় সরকারি আইনজীবীর তরফে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় শিয়ালদহ আদালত।
আজ ক্রিকেটে স্মরণীয় দিন, মেলবোর্নে জন্ম হয়েছিল একদিনের ক্রিকেটের
“বাংলায় থাকছ, বাংলায় চাকরি করছ, বাংলায় পয়সা রোজগার করছ, আর বলছ বাংলা গান শুনবে না?” : ইমন